opportunity cost, সুযোগ ব্যয় কাকে বলে, এর উদাহরণ, চিত্র, ব্যাখ্যা ও ব্যবহার।

 Opportunity cost, সুযোগ ব্যয় কাকে বলে, এর উদাহরণ, চিত্র, ব্যাখ্যা ও ব্যবহার।  

সুযোগ ব্যয় ধারণাটি  অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ। মানুষ তাঁর পছন্দের সবকিছু এক সাথে পেতে পারে না। সময় ও সম্পদের স্বল্পতা, পছন্দের ভিন্নতা ইত্যাদি কারণে মানুষ সবকিছু এক সাথে পেতে পারে না। তাই দুটি দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে একটি দ্রব্যের উৎপাদন পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হয়। মূলত এই ধারণা থেকেই সুযোগ ব্যয় উৎপত্তি ঘটে। 

সাধারণভাবে বলা যায়, একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য অন্য দ্রব্যের যতটুক উৎপাদন ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে 
দেওয়ার পরিমাণই হল সুযোগ ব্যয়।  

সুযোগ ব্যয় সম্পর্কে  অর্থনীতিবিদ বলেন-


অধ্যাপক বেনহাম এর মতে, কোন জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব‍্যয়। 


উদাহরণ-


ধরি, একজন ২ কৃষকের  বিঘা জমি আছে। এই জমিতে ধান ও পাট উৎপাদন করা যায়। সে সিধান্ত নিবে সীমিত সম্পদ দিয়ে এই জমিতে 

ধান উৎপাদন করবে নাকি পাট উৎপাদন করবে। যদি সে পাট উৎপাদন করার সিন্ধান্ত নেয় তাহলে তাকে ধান উৎপাদনের সিধান্ত ত্যাগ করতে 

হবে। তাহলে এখানে পাট উৎপাদনের সুযোগ ব্যয় হল ধান  উৎপাদন সিধান্ত ত্যাগ করা। 

চিত্র- 

opportunity cost, সুযোগ ব্যয় কাকে বলে, এর উদাহরণ, চিত্র, ব্যাখ্যা ও ব্যবহার।

চিত্রে, OX অক্ষে পাট এবং OY  অক্ষে ধান উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। সীমিত সম্পদ দিয়ে শুধু পাট উৎপাদন করলে ON 

পরিমাণ পাট এবং শুধু ধান উৎপাদন করলে OM  পরিমাণ ধান পাওয়া সম্ভব।  এখানে  MPQN রেখা হল সুযোগ ব্যয়। পাটের উৎপাদন 

X1 থেকে X2 পরিমাণ বাড়ানো হলে ধানের উৎপাদন Y1 থেকে  Y2 পরিমাণ ছেড়ে দিতে হয়।  

অতএব  X1 X2 পরিমাণ পাট উৎপাদনের সুযোগ ব্যয়  হল Y1Y2 পরিমাণ ধান উৎপাদন। 


আবার ধরি, কোন ব্য্যক্তির কাছে কিছু টাকা পয়সা আছে। সেই টাকা দিয়ে গাড়ি ক্রয় করতে পারে অথবা বিদেশে ভ্রমন করতে পারে। এখন 

যদি সে গাড়ি ক্রয় করার জন্য বিদেশে ভ্রমন ত্যাগ করে তাহলে গারি ক্রয়ের সুযোগ ব্যয় হল বিদেশে ভ্রমন।  

সুযোগ ব্যয় তিন প্রকার যথা- ১. ক্রম বর্ধমান সুযোগ ব্যয় ২. ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় ৩. স্থির সুযোগ ব্যয়। 

সুযোগ ব্যয় ধারণাটি অর্থনীতিতে বিভিন্ন অভাব নির্ধারণ ও সিধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন - ব্যক্তিগ পছন্দ নির্বাচন, 

উৎপাদন সিধান্ত গ্রহণ, সামাজিক পছন্দ নির্বাচন, ব্যক্ত ও অব্যক্ত ব্যয় নির্ধারণ, ও উৎপাদনের বিভিন্ন উপকরনের দক্ষতা নির্ধারণে এই 

ধারনাটির প্রয়োগ দেখা যায়। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url