About Us

এই সাইট টি মূলত অর্থনীতি শিক্ষা ও অর্থনৈতিক নানা  বিষয়ের উপর তৈরি করা হয়েছে। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অর্থনৈতিক বিষয়ক সম্পর্কে মৌলিক ধারণা পেতে অনেক উপকৃত হবে। দেশি ও বিদেশি স্বনামধন্য অর্থনীতিবিদদের ( ড. মোঃ লিয়াকত আলী খান, ড. মোঃ নুর ইসলাম, আবুল খায়ের, মনতোষ চক্রবর্ত্তী, রণজিত কুমার নাথ, নরোত্তম রায়, প্রফেসর মোঃ সোহ্ রাওয়ার্দী, দিলারা আরজু, ড. মোঃ আলাউদ্দিন  ইত্যাদি) লেখা বই সমূহ, তত্ত্ব, মতামত, গবেষণা, বিশ্লেষণ, পর্যালোচনা ইত্যাদি বিষয় এর উপর নজর রেখে এই সাইট তৈরি করা হয়েছে।  

বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ , দেশি ও বিদেশি অর্থনৈতিক বিষয়াবলী নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করা হয় এই সাইটে। তাছাড়া যারা অর্থনীতিতে সম্মান ও মাস্টার্স করছে তাদের জন্য অনেক উপকারে আসবে।

### এখানে অর্থনৈতিক বিভিন্ন বিষয়গোলকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
হেডারের ট্যাব গলোর মধ্যে:

Econmics Education এ ক্লিক করলে অর্থনৈতিক শিক্ষা বিষয়ক বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবে।

MCQ তে ক্লিক করলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধ্যায়নরত শিক্ষার্থীরা বহুনির্বাচনি অভীক্ষার প্রতিটি প্রশ্নের উত্তর জানতে পারবে।

General Knowledge তে ক্লিক করলে অর্থনৈতিক বিষয়ক সাধারণ জ্ঞান অর্জন করতে পারবে।

Qusetion Bank: অর্থনীতি পুরো বই এস এস সি, এইচ এস সি, সম্মান ও মাস্টার্স শিক্ষার্থীদের পড়তে হবে। সকল সৃজনশীল প্রশ্নই গুরুত্বপূর্ণ। Qusetion Bank এর  প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড, সাল ও শীর্ষস্থানীয় কলেজ সমূহের টেস্ট পরীক্ষা থেকে নেওয়া হয়েছে। যার ফলে শিক্ষার্থীরা যেন সৃজনশীল প্রশ্ন সম্পর্কে একটি উন্নত ধারণা লাভ করতে পারে। সম্মান ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সালের প্রশ্ন সংগ্রহ করা হয় এই সাইটে।  

  
অতএব বলা যায়, যে উদ্দেশে ব্লগ সাইট টি তৈরি করা হয়েছে, কেউ কোন উপকারে পেলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব।

এই সাইট এর কোন পোস্টে ভুল ভ্রান্তি হলে, দয়া করে কমেন্ট বক্সে জানাবেন এবং ক্ষমার দৃশটিতে দেখবেন।
No Comment
Add Comment
comment url