Economics 1st Paper GK

Economics 1st Paper

১. একটি দেশের ব্যাংক ব্যবস্থার অভিভাবক হলো? 

উ: কেন্দ্রীয় ব্যাংক 

২. Money is what money does ---- সংজ্ঞাটি কার? 
উ: ওয়াকার 

৩.বিহিত মুদ্রা কত প্রকার? 
উ: ২

৪.মুদ্রার প্রধান কাজ কোনটি? 

উ: বিনিময় মাধ্যম

৫.নিচের কোনটি অসীম বিহিত মুদ্রা? 

উঃ ৫ টাকার কাগজে মুদ্রা 

৬. সরকারি নোট কোনটি?

উঃ ২ টাকা

৭.  কোনটি সসীম বিহিত  মুদ্রা? 

উঃ ২ টাকার নোট

৮.ঐচ্ছিক  মুদ্রা  কোনটি?

উঃ সঞ্চয়

Economics 1st Paper GK



৯.বিনিমের যে মাধ্যম সরকারি আইন দারা প্রচলিত তাকে কী বলে?

উ: বিহিত মুদ্রা। 

১০.'অর্থ যা করে তাই অর্থ 'এটি কার উক্তি? 

উ: অর্থনীতিবিদ ওয়াকার। 

১১. ফিশারের বিনিময় সমীকরণে 'MV' দারা কী বোঝানো হয়েছে? 

উ: অর্থের যোগান। 

১২. নোট প্রচলনের একক  অধিকার ভোগ করে কোন ব্যাংক?

উ: কেন্দ্রীয় ব্যাংক।

১৩. বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহ করে কয় ভাবে?
উ. ৩

১৪. কোনটি বাণিজ্যিক ব্যাংকের ঋণপএ?

ক.চেক

১৫. কোন ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়? 

উ: বাংলাদেশ ব্যাংক

১৬. কোনটি মুদ্রার চাহিদা সৃষ্টিকারী উপাদান? 

উ: কেন্দ্রীয় ব্যাংক

১৭. মুদ্রার যোগান হ্রাস পেলে কী ঘটে? 

উ: অথের্র মূল্য বৃদ্ধি পায় 

১৮. অথের্র সরবারাহের প্রধান উপাদান কয়টি? 

উ: ৩ টি

১৯. বাণিজ্যিক ব্যাংক কোন আমানতের উপর সুদ দেইনা?

=চলতি আমান

২০. M= 4000, V=5,T= 20 হলে P=? 

উ: 1000। 

২১. দেশের আর্থিক  নীতি প্রণয়ন করে কোন ব্যাংক?  

উ: কেন্দ্রীয় ব্যাংক।

২২. বাংলাদেশের নিকাশ ঘর কোনটি? 

 উত্তর বাংলাদেশ ব্যাংক

২৩. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কোনটি।

উত্তর  মুদ্রা ও নোট পচলন


ফিশারের বিনিময় সমীকরণের সূত্রটি হলো-
PT = MV+M ̍ V ̍
বা, P = MV+M ̍ V ̍/ T
এখানে, M=বিহিত মুদ্রার পরিমাণ, V=বিহিত মুদ্রার প্রচলন গতি, M ̍ = ব্যাংক সৃষ্ট মুদ্রা বা ঋণপত্র
V ̍ = ব্যাংক সৃষ্ট মুদ্রা বা ঋণপত্রের প্রচলন গতি, T= দ্রব্য ক্রয়-বিক্রয়ের পরিমাণ বা লেনদেনের পরিমাণ।


Economics 1st Paper Creative Questions HSC Dinajpur Board-2022

 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url