Economics 1st Paper 3rd Chapter General Knowledge HSC

 Economics 1st Paper 3rd Chapter General Knowledge HSC

১. কখন গড় ব্যয় (AC)= প্রান্তিক ব্যয় (MC) হয়? 
উ: যখন AC সর্বনিম্ন। 

২. উৎপাদন ব্যয় (C) কোনটির ওপর নির্ভরশীল?
উ: উৎপাদন। 

৩. কোনটি স্থির খরচের অন্তর্গত? 
উ: কারখানার ভাড়া।

৪. স্বল্পকালে কোন রেখাটি U আকৃতির হয়? 
উ: AC।

৫.সময়ের ভিওিতে উৎপাদন অপেক্ষক কত প্রকার 
উঃ ২ প্রকার

৬. কোনটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক
উঃ Q=f(L,k,v,y) 

৭.কোন রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল হয়?
উ: TFC 

৮.নিচের কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়?
উ:মোট পরিবর্তনীয় খরচ 

Economics 1st Paper 3rd Chapter General Knowledge HSC



৯.TFC ও TVC এর সমষ্টিকে কী বলা হয়? 
উ: TC 

১০. উৎপাদন ও উপাদানের মধ্যকার কারিগরি সম্পর্ক যে অপেক্ষাকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কী অপেক্ষক বলে? 
উ: উৎপাদন অপেক্ষক

১১. দীর্ঘকালে গড় ব্যয় রেখার আকৃতি কেমন হয়?
উ: সম্প্রসারিত U আকৃতির

১২.মোট আয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তনের মান দিয়ে ভাগ করলে ভাগফল হিসাবে যা পাওয়া যাবে? 
উ:প্রান্তিক আয় (MR)

১৩.গড় আয় নির্ণয়ের সূত্র কোনটি? 
উ: AR = TR÷Q

১৪.একটি উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সাথে নিম্নে কোনটির সম্পর্ক প্রকাশ পায়? 
উ: উপকরণের 

১৫. Ac রেখা যখন নিম্নগামী তখন নিচের কোনটি সঠিক?
উ: Ac>Mc

১৬.মাত্রাগত উৎপাদন কত প্রকার? 
উ: তিন প্রকার

১৭. অসংখ্য ক্রেতা -বিক্রেতার বাজারে প্রান্তিক আয় রেখার আকৃতি কেমন হবে? 
উ: ভূমি অক্ষের সমান্তরাল। 

১৮. দ্রব্যের প্রতি একক বিক্রয় করে বিক্রেতা যে আয় পায় তাকে কী বলে?
উ: গড় আয় (AR)।

১৯. কোনো দ্রব্যের বিক্রয় এক একক বাড়ালে মোট আয় যতটুকু বাড়ে তাকে কী বলে?
উ: প্রান্তিক আয় (MR)।

২০. মোট আয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের  পরিবর্তনের মান দিয়ে  ভাগ করলে কী পাওয়া যায়? 
উ:প্রান্তিক আয় (MR)।

২১. উৎপাদন  বৃদ্ধির সাথে যে ব্যয় বৃদ্ধি বা হ্রাস পায় তাকে কী বলে?
উ: পরিবর্তনশীল ব্যয়।

২২. ফার্মের কোন রেখা আকৃতি সমপরাবৃত্তাকার হয়?
উঃ AFC

২৩. কোন  দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য যে অতিরিক্ত ব্যয় হয় তাকে কি বলে?
উঃ প্রান্তিক ব্যয়

২৪. প্রকৃতি প্রদও বস্তুর সাথে অতিরিক্ত উপযোগ সংযোজন  করাকে কি বলে?  
উ: উৎপাদন। 

২৫. উৎপাদন কিসের ওপর নির্ভর করে? 
উ: উপকরণের। 

২৬. উৎপাদনের উপকরণ কয়টি?  
উ:  ৪। 

২৭. উৎপাদনের উপকরণগুলো কী কী? 
উত্তরঃ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন।

এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ সূত্র - 


Economics 1st Paper 3rd Chapter


 
এখানে,TP= মোট উৎপাদন, AP= গড় উৎপাদন, MP= প্রান্তিক উৎপাদন, TR= মোট আয়, AR= গড় আয়, MR= প্রান্তিক আয় , TC= মোট ব্যয়, AC= গড় ব্যয়, MC= প্রান্তিক ব্যয়, TFC= মোট স্থির ব্যয়, AFC= গড় স্থির ব্যয়, TVC= মোট পরিবর্তনশীল ব্যয় , AVC= গড় পরিবর্তনশীল ব্যয় Q= (L,K) উৎপাদনের উপকরণ শ্রম ও মূলধনের পরিমাণ। 


 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url