সামগ্রিক আয় ও ব্যয় নবম অধ্যায় এইচ এস সি সাধারণ জ্ঞান অর্থনীতি ১ম পত্র।। Economics 1st Paper HSC 9 Chapter gk
সামগ্রিক আয় ও ব্যয় নবম অধ্যায় এইচ এস সি সাধারণ জ্ঞান অর্থনীতি ১ম পত্র।
প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে নিচের সাধারণ জ্ঞান গুলো
তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ।
১.ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ পদ্ধতিগুলো কী কী?
উত্তরঃ ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের দুটি পদ্ধতি রয়েছে। যথা-
প্রথম পদ্ধতিঃ ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় এবং আয়ের সমতা দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ।
দ্বিতীয় পদ্ধতিঃ সঞ্চয় ও বিনিয়োগের সমতা দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ।
Y= C+I দই খাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় নির্ধারণ।
Y= C+I+G তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় নির্ধারণ।
Y= C+I+G+(X-M) চার খাতখাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় নির্ধারণ। (মুক্ত অর্থনীতি)
S=I সঞ্চয় ও বিনিয়োগের সমতা দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ।
আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে সঞ্চয় পাওয়া যায়। যেমন- S= Y-C
এখানে, Y= জাতীয় আয়, C= ভোগ ব্যয়, I= বিনিয়োগ ব্যয়, G= সরকারি ব্যয়, S= সঞ্চয়, X= রপ্তানি আয়, M= আমদানি ব্যয়
২: GNP এর পূর্ণরূপ কোনটি?
উওর:Gross National Product
৩. নিট জাতীয় উৎপাদন (NNP) কীভাবে পাওয়া যায়?
উত্তরঃ মোট জাতীয় উৎপাদন (GNP) থেকে অবচয়জনিত ব্যয় (DC) বাদ দিলে নিট জাতীয় উৎপাদন (NNP) পাওয়া যায়।
যেমন- NNP = GNP-DC
৪. নিট অভ্যন্তরীণ উৎপাদন (NDP) কীভাবে পাওয়া যায়?
উত্তরঃ মোট অভ্যন্তরীণ উৎপাদন (GDP) থেকে অবচয়জনিত ব্যয় (DC) বাদ দিলে নিট জাতীয় উৎপাদন (NDP) পাওয়া যায়।
যেমন- NDP = GDP-DC
৫. মোট অভ্যন্তরীণ উৎপাদনের (GDP) সাথে নিট রপ্তানি (X-M) যোগ করলে কী পাওয়া যায়-
উত্তরঃ মোট জাতীয় উৎপাদন GNP পাওয়া যায়। যেমন- GNP = GDP + (X-M)
৬. GNI- এর পূর্ণরূপ কী?
উওর : Gross National Income
এইচ এস সি অর্থনীতি বিষয়ে ভিডিও ক্লাস পেতে এখানে ক্লিক করো।
৭. কোনটিতে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয়?
উত্তর : GDP
৮. GDP নির্ণয়ের হিসাব করা হয়?
উত্তর : দেশের অভ্যন্তরে বিদেশিদের আয়, দেশের অভ্যন্তরে দেশীয়দের আয়।
৯. দেশের জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কী কী ?
উওর: জাতীয় আয় পরিমাপের পদ্ধতি তিন টি যেমন-
ক. উৎপাদন পদ্ধতি
খ. আয় পদ্ধতি
গ. ব্যয় পদ্ধতি
১০. আয়ের পরিবর্তনে কোন ধরনের বিনিয়োগের পরিবতন হয় না?
উওর: স্বয়ম্ভূত বিনিয়োগ
এইচ এস সি অর্থনীতি বিষয়ে ভিডিও ক্লাস পেতে এখানে ক্লিক করো।
১১. স্বল্পকালীন ভোগ অপেক্ষক কোনটি?
উওর: C=a+bY
১২. S=-50+(1-0.5)Y সঞ্চয় সমীকরণে Y=100 হলে সঞ্চয়ের পরিমাণ কত?
উওর:0
১৩. CCA কী?
উওর:Capital Consumption Allowance.
১৪. যে ভোগ ব্যয় আয়ের উপর নির্ভরশীল তাকে কি বলে?
উওর: প্ররোচিত ভোগ।
১৫. একটি উন্মুক্ত অথনীতিতে সামগ্রিক আয়ের সমীকরণ কোনটা?
উত্তর. C+I+G+(X-M)
১৬. তিন খাত বিশিষ্ট অথনীতিতে জাতীয় আয় পরিমাপের সুত্র কোনটি?
উত্তর. Y=C+I+G
১৭. GNI হিসাব করার সময় অন্তর্ভুক্ত হয় ---
উত্তর. দেশের অভ্যন্তরে দেশিয়দের আয়, বিদেশে অবস্থানরত দেশিয়দের আয়।
এইচ এস সি অর্থনীতি বিষয়ে ভিডিও ক্লাস পেতে এখানে ক্লিক করো।
১৮. বদ্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?
উত্তর. তিন
১৯. NNP-এর পূর্ণ রূপ কী?
উওর:Net National Product.
২০. NDP = কী?
উত্তর. GDP-CCA
২১. মোট জাতীয় আয় হিসাবের সময় নিচের কোনটি যুক্ত হয় না?
উত্তর. দেশে কর্মরত বিদেশিদের আয়
২২. দেশে কর্মরত বিদেশিদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত হয়?
উত্তর. GDP
২৩. মোট জাতীয় উৎপাদন হিসাব করতে কোন সময় বিবেচনায় আনতে হয়?
উওর. ১বছর
এইচ এস সি অর্থনীতি বিষয়ে ভিডিও ক্লাস পেতে এখানে ক্লিক করো।
২৪. অর্থনীতিতে এমন কিছু দ্রব্য ও সেবা আছে যেগুলো বাজারে কেনাবেচা হয় না। সেগুলো কী ধরনের দ্রব্য?
উওর. অবাধলভ্য দ্রব্য
২৫. কোন আয় পরিমাপের হ্মেএে দেশের সীমানার বিষয় বিবেচনা করা প্রয়োজন
উওর. জিডিপি (GDP)
