Economics 1st Paper Creative Questions HSC Jashore Board-2022

Economics 1st Paper Creative Questions HSC 

Jashore Board-2022.

১. একজন কৃষিবিদ এক বিঘা জমিতে গম ও আলুর সম্ভাব্য ফলনের তথ্য একটি রেখার সাহায্যে তুলে ধরলেন। রেখাটি নিম্নরূপ:

ppc curve, economics tutor bd



ক. ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?
খ. অর্থনীতিতে নির্বাচন সমস্যা কেন দেখা দেয়? 
গ. কৃষিবিদ উদ্দীপকের রেখাচিত্রটির সাহায্যে যা দেখিয়েছেন তা ব্যাখ্যা করো ।
ঘ. কোনো কৃষক যদি M বিন্দুতে উৎপাদন করে তবে কি তাকে দক্ষ কৃষক বলা যায়? কেন? বুঝিয়ে বলো।

২. চিনির চাহিদা অপেক্ষক, Q = 450 - 4P, যেখানে,    
P = দাম (টাকা/ কেজি), Q = চাহিদার পরিমাণ। 

ক. বাজার ভারসাম্য কাকে বলে?
খ. পরিবহন খরচ বাড়লে যোগান কি বাড়ে? কেন? 
গ. চিনির চাহিদা রেখার ঢাল নির্ণয় করো ।
ঘ. চিনির চাহিদার অপেক্ষকটির সাহায্যে চাহিদার সংকোচন-প্রসারণের ধারণা বিশ্লেষণ করো।

৩. জামদানি শাড়ির বাজার চাহিদা ও যোগান রেখা নিম্নরূপ: 

demand and supply curve, economics tutor bd



ক. চাহিদা কাকে বলে?
খ. কোনো দ্রব্যের পরিপূরক দ্রব্যের দাম বাড়লে দ্রব্যটির চাহিদাতে কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো।
গ. জামদানি শাড়ির যোগান সূচি নির্ণয় করো।
ঘ. স্বাভাবিক সময়ের তুলনায় ঈদবাজারে জামদানি শাড়ির বাজার ভারসাম্যে যে পরিবর্তন ঘটে তা চিত্রের আলোকে বিশ্লেষণ করো। 

৪. আপেলের দাম ১২০ টাকা/কেজি থেকে বেড়ে ১৫০ টাকা কেজি হলে বাজারে আপেলের চাহিদার পরিমাণ ৪০০ কেজি থেকে কমে ২৪০ কেজি হয়। অন্যদিকে, আপলের দাম বেড়ে যাওয়ায় কমলার চাহিদা ২৫০ কেজি থেকে বেড়ে ৩০০ কেজি হয়।

ক. চাহিদা সূচি কাকে বলে?
খ. ‘যোগান ও মজুদ এক নয়'-বুঝিয়ে বলো ।
গ. আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাহায্যে আপেলের সাথে কমলার সম্পর্ক নির্ণয় করো। 
ঘ. আপেলের চাহিদা কি স্থিতিস্থাপক? উদ্দীপকের তথ্য বিশ্লেষণ করে মতামত দাও। 

৫. একটি পোশাক কারখানায় ব্যবহৃত উপকরণ ও শার্ট তৈরির তথ্য নিম্নরূপ-


কর্মীর সংখ্যা  

সেলাই মেশিনের সংখ্যা  

শার্টের সংখ্যা

50

10

200

100

20

400

150

30

600


ক. স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে?
খ. সিলেটের কমলা ঢাকায় আনাকে কি উৎপাদন বলা যায়? বুঝিয়ে বলো । 
গ. পোশাক কারখানাটিতে উৎপাদনের কোন বিধি কার্যকর হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. পোশাক কারখানাটিতে কি শ্রমের প্রান্তিক উৎপাদন নির্ণয় করা যাবে? কেন? বিশ্লেষণ করো। 

৬. একটি বেকারিতে ব্রেড তৈরির ব্যয় নিম্নরূপ:

ব্রেডের পরিমাণ (পাউন্ড)

1

2

3

4

5

6

মোট ব্যয় (টাকা)

60

80

90

120

200

360


ক. উৎপাদন কাকে বলে?
খ. দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন? বুঝিয়ে বলো ।
গ. ব্রেড তৈরির মোট ব্যয় রেখা অঙ্কন করো।
ঘ. ব্রেড তৈরির গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।

৭. একটি শহরে ‘w” নামের প্রতিষ্ঠান আবাসিক এলাকায় পানি সরবরাহ করে। প্রতিষ্ঠানটির মাসিক গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, গড় আয় ও প্রান্তিক আয় রেখা নিম্নরূপ:



monopoly market, economics tutor bd



ক. মনোপসনি বাজার কাকে বলে? 
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন প্রান্তিক আয় ও গড় আয় দামের সমান হয়? 
গ. উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের চিত্রে AC রেখা যদি G বিন্দুকে স্পর্শ করে তাহলে মুনাফার পরিমাণ ব্যাখ্যা করো।


৮. একটি দেশের 2020 সালের বিনিয়োগ ব্যয় I = 50, সরকারি ব্যয় G = 25 এবং  ভোগ ব্যয় C = 100 +0.5Y। 2021 সালে সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে G = 50 হলো।
 
ক. GDP কাকে বলে?
খ. যন্ত্রপাতি মেরামতের খরচ বাড়লে NNI এর ওপর কী প্রভাব পড়ে? ব্যাখ্যা করো। 
গ. দেশটির ভোগ রেখা অঙ্কন করো।
ঘ. দেশটির ভারসাম্য জাতীয় আয় 2020 সালের তুলনায় কি. 2021 সালে বৃদ্ধি পেয়েছে? উদ্দীপকের তথ্য বিশ্লেষণ করে মতামত দাও। 

৯. একটি দেশে 2020 সালে একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানত 1000 কোটি টাকা এবং ঐ বছর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত রিজার্ভ অনুপাত ছিল 20% । 2021 সালে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অনুপাত বাড়ানোর পাশাপাশি ব্যাংক হার বাড়িয়ে দিল এবং খোলাবাজারে ঋণপত্র বিক্রি করল।

ক. সসীম বিহিত মুদ্রা কাকে বলে?
খ. মুদ্রার যোগানের সাথে মুদ্রার মূল্যের সম্পর্ক কেমন? ব্যাখ্যা করো। 
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুইটির কার্যাবলির মধ্যে পার্থক্য বর্ণনা করো।
ঘ. 2021 সালে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত পদক্ষেপ দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের ক্ষমতার ওপর কি প্রভাব ফেলবে? বিশ্লেষণ করো। 

১০. 'X' ব্যাংক আমানত গ্রহণ, ঋণ প্রদান, অর্থ স্থানান্তর ইত্যাদি কাজের পাশাপাশি গ্রাহকদের পক্ষে অর্থ সংগ্রহ, অর্থ পরিশোধ এবং শেয়ার, সিকিউরিটি ইত্যাদি ক্রয়-বিক্রয় করে। সম্প্রতি ব্যাংকটি মোবাইল ফোন ও ইন্টারনেটের সাহায্যে ব্যাংকিং সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। এতে শ্রম, সময় ও 
খরচ সাশ্রয়ের পাশাপাশি গ্রিন ব্যাংকিং এর সুযোগ সৃষ্টি হয়েছে। 

ক. খোলাবাজার কারবার কী?
খ. কেন্দ্রীয় ব্যাংককে কেন ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়?
গ. 'X' ব্যাংকের কর্মকাণ্ডের আলোকে বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলি বর্ণনা করো।
ঘ. 'X' ব্যাংক সম্প্রতি যে ব্যাংকিং সেবা চালু করেছে তার সুবিধা উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করো। 

১১. মি. করিমভ এমন একটি দেশের নাগরিক যেখানে নাগরিকরা নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করেন এবং প্রয়োজন অনুযায়ী ভোগ করেন।  উৎপাদনের উপকরণের ওপর তাদের কোনো মালিকানা নেই। কারণ তার দেশের সরকার সব সম্পদের মালিক এবং কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে উৎপাদন ও বণ্টন নিয়ন্ত্রিত হয়।

ক. নির্বাচন কী?
খ. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দাম কীভাবে নির্ধারিত হয়?
গ. উদ্দীপকের আলোকে করিমভ এর দেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।
ঘ. করিমভ এর দেশে বিদ্যমান অর্থব্যবস্থা জনকল্যাণে যথেষ্ট ভূমিকা রাখছে বলে তুমি কি মনে করে? তোমার উত্তরের সপক্ষে যক্তি দাও। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url