অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনি অভীক্ষা, কুমিল্লা বোর্ড-২০২৩।। Economics 1st Paper, MCQ, Cumilla Board-2023. Economics Tutor Bd.
অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনি অভীক্ষা, কুমিল্লা বোর্ড-২০২৩।।
Economics 1st Paper, MCQ, Cumilla Board-2023. Economics Tutor Bd.
১. স্থির ব্যয়কে কী ব্যয় বলে?
ক. প্রাথমিক ব্যয়
খ. যৌগিক ব্যয়
গ. পরিপূরক ব্যয়
ঘ. পরিবর্তক ব্যয়
২. আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হলে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক. রূপগত
খ. সেবাগত
গ. স্থানগত
ঘ. সময়গত
👇 উত্তর নিচে দেওয়া আছে।
৩. চলক হলো-
i. গতিশীল রাশি
ii. স্থিতিশীল রাশি
iii. X, Y, Z ইংরেজি বর্ণমালা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:
ইরার বাবা ফলের মৌসুমের শুরুতে বাজার হতে কিছু লিচু কিনে আনলেন। ইরা পর পর পাঁচটি লিচু খেয়ে নিম্নরূপ উপযোগ পেল:
৪. প্রথম তিনটি লিচু ভোগ করে ইরার প্রাপ্ত উপযোগ কত?
ক. ২০
খ. ২৫
গ. ১০
ঘ. ৪৫
৫. ইরার ক্ষেত্রে-
i. লিচুর ভোগ বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে
ii. লিচুর ভোগ বৃদ্ধির সাথে মোট উপযোগ হ্রাস পেয়েছে
iii. ৫ম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬. চাহিদা রেখা ডানে এবং ওপরে স্থানান্তর হতে পারে-
i. ভোক্তার রুচি ও অভ্যাস পরিবর্তনের ফলে
ii. ভোক্তার আয় বৃদ্ধির ফলে
iii. বিকল্প দ্রব্যের দাম বৃদ্ধির ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P=?
ক. AR=MR
খ. AR>MR
গ. AR<MR
ঘ. AR=MC
৮. কীসের মাধ্যমে মূলধন সৃষ্টি হয়?
ক. ভোগের
খ. অর্থ ব্যয়ের
গ. সঞ্চয়ের
ঘ. বিনিময়ের
বলা
৯. এক টাকার নোট ইস্যু করে কে?
ক. মহাব্যবস্থাপক
খ. গভর্নর
গ. অর্থ সচিব
ঘ. অর্থমন্ত্রী
১০. যেসব উৎপাদকের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় তাদেরকে কী বলে?
ক. প্রাথমিক দ্রব্য
খ. প্রাক-প্রাথমিক দ্রব্য
গ. চূড়ান্ত দ্রব্য
ঘ. মাধ্যমিক দ্রব্য
👇 উত্তর নিচে দেওয়া আছে।
চিত্রটি লক্ষ করো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ
১১. উদ্দীপকের E বিন্দুতে কী নির্ধারিত হয়?
ক. ভারসাম্য দাম ও পরিমাণ
খ. ভারসাম্য মজুরি
গ. ভারসাম্য উৎপাদন
ঘ. ভারসাম্য জাতীয় আয়
১২. উদ্দীপকে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হলে-
i. দাম বাড়বে
ii. পরিমাণ বাড়বে
iii. দাম এবং পরিমাণ উভয় বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩. চা ও কফি, চিনি ও গুড় একে অপরের-
ক. সম্পূরক
খ. পরিপূরক
গ. পরিবর্তক
ঘ. সম্পর্কহীন
১৪. আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে কোনটি এগিয়ে?
ক. এটিএম ব্যাংকিং
খ. ই-ব্যাংকিং
গ. মোবাইল ব্যাংকিং
ঘ. চিরাচরিত ব্যাংকিং সেবা
১৫. ফটকা চাহিদা কীসের ওপর নির্ভরশীল?
ক. সুদের হার
খ. আয়
গ. বিনিয়োগ
ঘ. সঞ্চয়
১৬. বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান?
ক. ধনতান্ত্রিক
খ. মিশ্র
গ. নির্দেশমূলক
ঘ. ইসলামি
১৭. গায়কের গান কোন ধরনের উপযোগ?
ক. সেবাগত
খ. স্থানগত
গ. সময়গত
ঘ. রূপগত
১৮. মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয়ে থাকে-
i. দুষ্প্রাপ্যতা
ii. সম্পদের বিকল্প ব্যবহার
iii. নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
শাহিন দরিদ্র পরিবারের সন্তান। সে টাকার অভাবে অনেক সময় না খেয়ে থাকে। না খেয়ে থাকাতে তার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে। বর্তমানে বিশ্বে শাহিনের মতো অনেক শিশু প্রায় না খেয়ে থাকে।
১৯. অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শাহিনের খাবারের চাহিদাকে কী বলা যায়?
ক. নির্বাচন
খ. অভাব
গ. দুষ্প্রাপ্যতা
ঘ. বণ্টন
২০. শাহিনের মতো শিশুদের না খেয়ে থাকার জন্য প্রধানত দায়ী-
i. সম্পদের দুষ্প্রাপ্যতা
ii. অসীম অভাব
iii. শিশুদের প্রতি অবহেলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১. উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোনো একটি বিন্দুতে কী প্রকাশ করে?
ক. অপূর্ণ নিয়োগ
খ. পূর্ণ নিয়োগ
গ. সম্পদের স্বল্পতা
ঘ. সম্পদের দক্ষ ব্যবহার
২২. ধনতান্ত্রিক অর্থনীতিতে অদৃশ্য শক্তি হলো-
i. শ্রমিক শ্রেণি
ii. ক্রেতা ও বিক্রেতা
iii. চাহিদা ও যোগান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৩. উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি?
ক. মূলধন
খ. ভূমি
গ. সংগঠন
ঘ. শ্রম
২৪. কোন বাজারের পণ্য সমজাতীয়?
ক. অপূর্ণ প্রতিযোগিতার
খ. পূর্ণ প্রতিযোগিতার
গ. মনোপসনি
ঘ. একচেটিয়া
২৫. সামগ্রিক আয়ের উৎস হলো-
i. শ্রমিকের জন্য স্বাস্থ্য ও কল্যাণ তহবিল
ii. সামজিক বিমা অবদান
iii. পেনশন তহবিল নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
চিত্রটি লক্ষ করো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
২৬. চিত্রানুযায়ী মোট আয় কত?
ক. ১০
খ. ২০
গ. ৩০
ঘ. ৪০
২৭. চিত্রে E বিন্দুতে-
i. দাম = গড় আয়
ii. দাম = গড় ব্যয়
iii. গড় আয় = গড় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
👇 উত্তর নিচে দেওয়া আছে।
২৮. কে উৎপাদনের ঝুঁকি বহন করে?
ক. ভূমি
খ. শ্রম
গ. সংগঠক
ঘ মূলধন
২৯. ফার্মের পরিধি শিল্পের তুলনায়-
i. ক্ষুদ্র
ii. সীমিত
iii. বিস্তৃত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. একক ও অংশীদারি ব্যবসা হতে অর্জিত নিট আয়কে কী বলে?
ক. কর্পোরেট আয়
খ. প্রোপ্রাইটরি আয়
গ. ডিভিডেন্ট
ঘ. অবণ্টিত কর্পোরেট মুনাফা
উত্তর
১. ক |
২. ক |
৩.খ |
৪.ঘ |
৫. খ |
৬. ঘ |
৭.ক |
৮.গ |
৯. গ |
১০. গ |
১১. ক |
১২. ঘ |
১৩.গ |
১৪. গ |
১৫. ক |
১৬. খ |
১৭. ক |
১৮.খ |
১৯. গ |
২০. ক |
২১. ক |
২২. গ |
২৩.ক |
২৪. খ |
২৫. ঘ |
২৬. ঘ |
২৭. ঘ |
২৮.গ |
২৯. ক |
৩০.খ |