Economics 1st Paper, 1st Chapter, Production Possibility Curve, Dhaka Board-2023, CQ Solution, HSC, Economics Tutor Bd, Mamun Sir.

 

mamun sir, economics tutor bd


উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র অঙ্কন, ঢাকা বোর্ড -২০২৩ অর্থনীতি ১ম পত্র, এইচ এস সি। 

প্রিয় শিক্ষার্থীরা

আজ আমি তোমাদেরকে একটি উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র অঙ্কন করে দেখাব। 

অর্থনীতি ১ম অধ্যায় থেকে ঢাকা বোর্ড ২০২৩ সালে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো। চিত্র টি করার আগে প্রথমে আমাদের বোঝতে হবে উৎপাদন সভাবনা রেখা কি। 

উৎপাদন সম্ভাবনা রেখাঃ

উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রবের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয়। 

 উৎপাদন সম্ভাবনা রেখাকে ইংরেজিতে বলে Production Possibility Curve যার সংক্ষিপ্ত রূপ হলো  PPC। 

উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দুটি দ্রব্য উৎপাদনে উপকরণের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে। এই রেখার মাধ্যমে একজন উৎপাদনকারী সিদ্ধান্ত নিতে  পারে যে কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা যাবে। 

ঢাকা বোর্ড ২০২৩ সালে একটি সৃজনশীল প্রশ্ন 'গ' সমাধানটি দেখানোর জন্য একটি ভিডিও টিউটরিয়াল তৈরি করেছি। 

আশা করি  তোমরা টিউটরিয়াল টি দেখে অনেক উপকৃত হবে।   

ঢাকা বোর্ড- ২০২৩, সৃজনশীল প্রশ্ন, 'গ' এর উত্তর-

ভিডিও  টি দেখতে ইউটিউব বাটনটিতে ক্লিক করো-


উৎপাদন সম্ভাবনা রেখার ব্যাখ্যাঃ 

চিত্রে ভূমি অক্ষে X দ্রব্য ও লম্ব অক্ষে Y দ্রব্যের উৎপাদনের পরিমাণ দেখানো হেয়েছে। X দ্রব্যের উৎপাদনের পরিমাণ যখন  0 একক, Y  দ্রব্যের উৎপাদন তখন 70 একক যা  A বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। X দ্রব্যের উৎপাদনের পরিমাণ যথাক্রমে 40, 50, 60 ও 70  একক বৃদ্ধি পেলে Y  দ্রব্যের উৎপাদন যথাক্রমে 60,50,40, ও 0 একক পরিমাণ হ্রাস পায়। এখন উক্ত সংমিশ্রণ বিন্দুগুলোতে A, B, C, D ও E বিন্দুগুলো যোগ করে যে রেখা পায় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। 

ঢাকা বোর্ড- ২০২৩, সৃজনশীল প্রশ্ন, 'ঘ' এর উত্তর-

ভিডিও  টি দেখতে ইউটিউব বাটনটিতে ক্লিক করো-

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url