অর্থনীতি ১ম পত্র, ৭ম অধ্যায়, সংগঠন, ৭ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
অর্থনীতি ১ম পত্র, ৭ম অধ্যায়, সংগঠন, ৭ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন
এইচ এস সি।
্রশ্ন ১ ঢাকা বোর্ড ২০১৯
A বাংলাদেশে খাদ্য, বজ্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ও অবকাঠামো ইত্যাদি মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি খাত প্রধান ভূমিকা পালন করে থাকে। এসব ক্ষেত্রে NGO-গুলো অত্যন্ত সীমিত ভূমিকা পালন করে থাকে। পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে কাজ করলেও অধিকাংশ NGO-র মূল লক্ষ্যই হচ্ছে ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে মুনাফা করা। NGO-গুলোর ঋণের সুদের হারও অনেক বেশি। সমবায় প্রতিষ্ঠানগুলো সঠিক নিয়মকানুন মেনে চললে, মতবিরোধ পরিহার করলে এবং ব্যক্তিস্বার্থের বদলে সমষ্টিগত স্বার্থ বিবেচনা করলে সাধারণ মানুষের অনেক উপকার করতে পারত। তবে দুর্নীতি কমিয়ে আনতে পারলে সরকারি খাতই আমাদের দেশকে অনেক এগিয়ে নিতে পারত।
ক. সংগঠন কী? ১
খ. 'উদ্যোক্তাই সংগঠনের অন্যতম চালিকাশক্তি"- ব্যাখ্যা দাও। ২
গ. "বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি খাতের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ”- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৩
ঘ. বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কীভাবে আমাদের মতো উন্নয়নশীল দেশ এগিয়ে যেতে পারে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা দাও। 8
প্রশ্ন ২। রাজশাহী বোর্ড ২০১৯
জনাব নাসের নিজের একক সিদ্ধান্তে স্কুল ব্যাগ তৈরির একটি কারখানা প্রতিষ্ঠা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি আরও সিদ্ধান্ত গ্রহণ করলেন যে, প্রতিষ্ঠানে তিনি নিজেই মূলধন সরবরাহ, উপকরণ সংগ্রহ ও বাজারজাতকরণসহ সকল প্রকার দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে বন্ধু আশিককে কারখানার অংশীদার হিসেবে গ্রহণ করেন।
ক. 'NGO'-এর পূর্ণরূপ লেখ। ১
খ. "সংগঠকের দক্ষতার ওপর নির্ভর করে সংগঠনের সাফল্য"- ২ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক অনুযায়ী প্রাথমিকভাবে জনাব নাসেরের কারখানার প্রকৃতি নির্ণয়পূর্বক বৈশিষ্ট্যগুলো চিহ্নিত কর। ৩
ঘ. উদ্দীপক অনুযায়ী জনাব নাসেরের সিদ্ধান্তের পরিবর্তনে কারখানার প্রকৃতিতে কী কী ধরনের পরিবর্তন আসবে? যথাযথ যুক্তিসহ বিশ্লেষণ কর। 8
প্রশ্ন ৩। চট্টগ্রাম বোর্ড ২০১৯
হাবিবা বেগমের তিনটি মেয়ে। হঠাৎ করে স্বামী মারা যাওয়ায় তিনি বিপদে পড়ে একটি সংস্থা থেকে ঋণ নিয়ে নিজে একটি জাল তৈরির মেশিন কিনে নিজের বাড়িতে জাল তৈরি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। উক্ত বেসরকারি সংস্থাটি দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে দরিদ্রদের সহায়তা করে থাকে।
ক. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কী? ১
খ. "সংগঠক দৃশ্যমান হলেও সংগঠন অদৃশ্যমান"- ব্যাখ্যা কর। ২
গ. হাবিবা বেগম কোন ধরনের সংস্থা থেকে ঋণ নিয়েছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত সংস্থা ও এরূপ অন্যান্য সংস্থাগুলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কীভাবে ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর। ৪
প্রশ্ন ৪। দিনাজপুর বোর্ড ২০১৯
মি. করিম একটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা শেষে গ্রামে ফিরে নিজ চেষ্টায় একটি উৎপাদন প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর পরিচালনা ও নিয়ন্ত্রণের ভার তার হাতেই। ব্যবসায়িক দায়-দায়িত্ব নিজেই বহন করেন। অন্যদিকে মি. রহিমের প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা ১০ জন। তারা যৌথভাবে মূলধনের জোগান দেয় এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনা করে। তবে যেকোনো একজন সদস্যের মৃত্যুতে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
ক. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাকে বলে? ১
খ. সংগঠনকে শিল্পের চালক বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে উল্লিখিত মি. রহিমের প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ৩
ঘ. সদস্য সংখ্যা, মূলধন সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে মি. করিম ও মি. রহিমের সংগঠনের মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর। 8
প্রশ্ন ৫। রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল বোর্ড ২০১৮
বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা মি. 'খ' চাকরির পরিবর্তে একাটি বা টক কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি একাই ব্যবসায় উপকরণ সংগ্রহ ও দেখাশুনা করেন। এতে ব্যবসার উন্নতি হয় এবং মুনাফা অর্জন করেন। ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধনের প্রয়োজন হয়। তিনি নিকটস্থ একটি। এনজিও হতে ঋণ গ্রহণ করেন। এনজিওটি ক্ষুদ্রঋণ প্রদান, আত্মকর্মসংস্থানে সহায়তা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরকম অনেক এনজিও আমাদের দেশে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
ক. অংশীদারি কারবার কী? ১
খ. সমবায় কারবার কী অর্থে এক মালিকানা কারবার অপেক্ষা উন্নত? ২
গ. উদ্দীপকে মি. 'খ' এর বুটিক কারখানা কোন ধরনের কারবার? ব্যাখ্যা কর। ৩
ঘ. তুমি কি মনে কর, বাংলাদেশের আত্মকর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে এনজিওদের কার্যক্রম যথেষ্ট? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। 8
প্রশ্ন ৬। ঢাকা বোর্ড ২০১৬
ফিরোজ সাহেব তার ৭ জন বন্ধুকে নিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির অর্জিত মুনাফা তারা সমানভাবে ভাগ করে নেন। প্রতিষ্ঠানটির কর্মপরিধি দিন দিন বৃদ্ধি পাওয়ায় মূলধনের ঘাটতি দেখা দেয়। এ ঘাটতি দূর করার জন্য তারা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানে নিবন্ধিত হওয়ার মাধ্যমে শেয়ার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করলেন।
ক. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে কী বোঝায়? ১
খ. উদ্যোক্তা বলতে সংগঠনকে বোঝায় না- ব্যাখ্যা কর। ২
গ. ফিরোজ সাহেব ও তার বন্ধুদের দ্বারা গঠিত প্রথম উদ্যোক্তা কোন ধরনের সংগঠন? ৩
ঘ. স্বায়িত্ব, ঝুঁকি বহন, মালিক-শ্রমিক সম্পর্ক ও শেয়ার হস্তান্তরের দিক থেকে উদ্দীপকে উল্লিখিত উদ্যোগ দুটির মধ্যে তুলনা কর। ৪
প্রশ্ন ৭। কুমিল্লা বোর্ড ২০১৭
আমজাদ ও আযাদ দু'জন উৎপাদনকারী। আমজাদ আযাদকে বলল, আমার পুঁজি সামান্য। তাই উৎপাদন কম। তবে উৎপাদন প্রক্রিয়ায় আমি দ্রুত সিদ্ধান্ত নিতে পারি। বাজার সম্প্রসারণ করতে পারছি না ব্যাংকও পর্যাপ্ত ঋণ দিচ্ছে না। জবাবে আযাদকে বলল, আমরা প্রচুর ব্যাংক ঋণ পাই। বাজারে শেয়ার বিক্রি করি। আমাদের উৎপাদন খরচও কম।
ক. সংগঠন কাকে বলে? ১
খ. 'উপাদানসমূহের মধ্যে সমন্বয় সাধন করা উদ্যোক্তার প্রদান কাজ' ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের ভিত্তিতে আমজাদ ও আযাদের কারবারের মধ্যে তিনটি পার্থক্য লিখ। ৩
ঘ. তুমি কি মনে করো, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমজাদের মতো নয় বরং আযাদের মতো কারবারের বিস্তৃতি দরকার। ব্যাখ্যা কর। ৪