অর্থনীতি ১ম পত্র, ৮ম অধ্যায়, খাজনা, ৫ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।

অর্থনীতি ১ম পত্র, ৮ম অধ্যায়, খাজনা, ৫ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন 

এইচ এস সি। 

প্রশ্ন ১। ঢাকা বোর্ড ২০১৯

জামিল শেখ একজন ব্যবসায়ী। তিনি তার সঞ্চিড-৮০ হাজার টাকা দিয়ে রাজশাহী শহরের খড়খড়ি এলাকায় ১০ কাঠা আবাদি জমি কেনেন। কিছুদিন পরে তার জমির পাশ দিয়ে বাইপাস রোড তৈরি হয়। এর কিছুদিন পরেই এ রাস্তার ধার দিয়ে গ্যাসের লাইন যায়। এসিআই কোম্পানি এখানে একটি বড় হাঁস-মুরগি ও পবাদি পশুর খাদ্য কারখানা করে। ফলে তাঁর এই জমির দাম বেড়ে ৮ লাখ টাকা হয়। তিনি অর্ধেক জমি ৪ লাখ টাকায় বিক্রি করে ভিতরের দিকে তিন বিঘা আমের বাগান কেনেন। তিন বিঘা আমের বাগান থেকে তার আয় যথাক্রমে ২৪,০০০- টাকা, ১৮,০০০ টাকা এবং ১২,০০০ টাকা হলেও প্রত্যেক বিঘায় ১২,০০০ টাকা করে ব্যয় হয়।

ক. খাজনা কী? ১
খ. "ভূমি উৎপাদনের একটি অস্থিতিস্থাপক উপাদান"-ব্যাখ্যা দাও। ২
ঘ. উদ্দীপকের সাহায্যে জামিল শেখের অনুপার্জিত আয়ের বিষয়টি ব্যাখ্যা কর। ৩ 
ঘ. উদ্দীপকের আম বাগান থেকে প্রাপ্ত আয় কোন খাজনা তত্ত্বের বজ্যে সম্পর্কিত। ব‍্যাথা দাও। 8

প্রশ্ন ২। রাজশাহী বোর্ড ২০১৯

নান্টু মিঞা একজন কৃষক। তিনি অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করেন। তিনি জমির মালিককে জমি ব্যবহারের জন্য ৩,০০০ টাকা, জমিতে নিয়োগকৃত শ্রমিকের মজুরি ১,৫০০ টাকা, বিনিয়োগকৃত মূলধনের সুদ বাবদ ১,২০০ টাকা এবং ঝুঁকি বহনের জন্য ২,০০০ টাকা দেন। তিনি দৈনিক ৬০০ টাকা হারে ট্রাক্টর ভাড়া করে জমি চাষ করেন। তার দেখাদেখি অন্যরাও ট্রাক্টর ভাড়া করে জমি চাষ আরম্ভ করে। ফলে ট্রাক্টর ভাড়া বৃদ্ধি পেয়ে হয় ৭৫০ টাকা।

ক. নিট খাজনা কী? ১ 
খ. জনসংখ্যা বৃদ্ধি কীভাবে অনুপার্জিত আয়ের সৃষ্টি করবে? ২
গ. উদ্দীপক হতে মোট খাজনা নির্ণয় কর। ৩ 
ঘ. উদ্দীপকে বর্ণিত খাজনাসমূহের উৎপত্তির কারণ কি এক? তোমার মতামত ব্যাখ্যা কর। 8

প্রশ্ন ৩। সিলেট বোর্ড ২০১৯
একটি এলাকার জনৈক ব্যক্তির জমির পরিমাণ এবং একর প্রতি দামের তথ্য নিয়ের লেখচিত্রে দেখানো হলো-
আধুনিক খাজনা তত্ত্ব, economics tutor bd


ক. অর্থনৈতিক খাজনা কী? ১ 
খ. খাজনা কি দামের অন্তর্ভুক্ত? ২ 
গ. উদ্দীপকে খাজনার কোন তত্ত্বটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে জমির চাহিদা রেখা যদি F বিন্দুতে স্থানান্তরিত হয়, তবে খাজনার ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর। 8

প্রশ্ন ৪। দিনাজপুর বোর্ড ২০১৯

মি. আওলাদ হোসেন পৈতৃকসূত্রে ৩ বিঘা জমি পেলেন। তার জমির অবস্থানের পার্থক্যের কারণে উর্বরতাও ভিন্ন হয়। এতে তার জমির প্রান্ড আয়ও ভিন্ন হয়। তার বন্ধু জাহেদুল ইসলাম রবিশস্যের সময় ট্রাক্টর ও পানির সেচ মেশিন ভাড়া দিয়েও কম সময়ের মধ্যে প্রচুর আয় করে থাকেন।

ক. নিট খাজনা কী? ১ 
খ. খাজনা দাঘের অন্তর্ভুক্ত কি? ২ 
গ. জাহেদুল ইসলামের খাজনার প্রকৃতি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে মি. আওলাদ হোসেন ও জাহেদুল ইসলামের খাজনায় পার্থক্য লেখ। ৪

প্রশ্ন ৫। ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ড ২০১৮

জনাব মুনিরুজ্জামানের ছোট একখন্ড জমির পাশ দিয়ে হাইওয়ে তৈরি হওয়ায় তার জমির দাম কয়েকগুণ বৃদ্ধি পায়। এ সুযোগে তিনি উচ্চ দামে জমিটি বিক্রয় করে দূরবর্তী এলাকায় কম দামের জমি ক্রয় করে বসবাসের ব্যবস্থা করেন এবং বিভিন্ন ধরনের নয় একর জমি চাষাবাদের জন্য ভাড়া নেন। প্রথম তিন একর জমির মোট আয় ১২,০০০ টাকা, দ্বিতীয় তিন একর জমির মোট আয় ৮,০০০ টাকা এবং তৃতীয় তিন একর জমির মোট আয় ৬,০০০ টাকা। প্রত্যেক প্রকার জমিতে ফসল চাষের মোট আয় ৬,০০০ টাকা।

ক. নিম খাজনা কী? ১ 
খ. খাজনা ও দামের সম্পর্ক লেখ। ২ 
গ. উদ্দীপকে জনাব মুনিরুজ্জামানের জমি বিক্রয়ের আয়কে কোন ধরনের আয় বলা যায় তা যুক্তিসহ লেখ। ৩
ঘ. উদ্দীপকের আলোকে রিকার্ডোর খাজনা তত্ত্ব বিশ্লেষণ কর। ৪ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url