অর্থনীতি ১ম পত্র, ১ম অধ্যায়, উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, ৯টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
অর্থনীতি ১ম পত্র, ১ম অধ্যায়, উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, ৯টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
১। ঢাকা বোর্ড ২০২৫
একটি ফার্মের উৎপাদন ও ব্যয় সূচি নিম্নরূপ-
|
উৎপাদন
( Q ) |
মোট স্থির
ব্যয় ( TFC ) |
মোট পরিবর্তনশীল
ব্যয় (TVC) |
|
1 |
20 |
10 |
|
2 |
20 |
16 |
|
3 |
20 |
19 |
|
4 |
20 |
32 |
|
5 |
20 |
45 |
ক. গড় আয় কী? ১
খ. শ্রমকে উৎপাদনের, জীবন্ত উপকরণ বলা হয় কেন? ২
গ. উদ্দীপকের আলোকে মোট ব্যয় সূচি তৈরি কর। ৩
ঘ. উদ্দীপকের তথ্য থেকে TFC রেখা অঙ্কন করে রেখাটির আকৃতির ওপর মন্তব্য কর। 8
২। ঢাকা বোর্ড ২০২৫
|
জমি ( একর)
|
শ্রম ও মূলধন
( একক)
|
মোট উৎপাদন
( একক) |
|
1 |
1 |
20 |
|
1 |
2 |
35 |
|
1 |
3 |
45 |
|
1 |
4 |
50 |
ক. প্রান্তিক ব্যয় কী? ১
খ. একচেটিয়া বাজারে গড় আয় রেখা নিম্নগামী হয় কেন? ২
গ. উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে রেখাটি উৎপাদনের কোন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ তা বিশ্লেষণ কর। ৪
৩। রাজশাহী বোর্ড ২০২৫
সাবান কারখানার উৎপাদন ব্যয় সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো-
|
উৎপাদনের
পরিমাণ ( একক ) |
মোট স্থির
ব্যয় ( TFC )
টাকা |
মোট পরিবর্তনশীল
ব্যয় (TVC) টাকা |
|
১ |
১৫ |
৪ |
|
২ |
১৫ |
১০ |
|
৩ |
১৫ |
১৫ |
|
৪ |
১৫ |
২২ |
|
৫ |
১৫ |
৩৪ |
ক. মাত্রাগত উৎপাদন কাকে বলে? ১
খ. "মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়।"- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক হতে গড় খরচ (AC) সূচি তৈরি কর। ৩
ঘ. উদ্দীপকের তথ্যানুযায়ী যদি একটি গড় খরচ (AC) রেখা অঙ্কন করা হয়, তবে তার আকৃতি কীরূপ হবে? বিশ্লেষণ কর। 8
৪। রাজশাহী বোর্ড ২০২৫
একটি দ্রব্য উৎপাদনে মূলধনের পরিমাণ ও প্রান্তিক উৎপাদন নিচে দেওয়া হলো-
|
মূলধনের
পরিমাণ (একক) |
প্রান্তিক
উৎপাদন (MP) |
|
১০০ |
৫ |
|
২০০ |
৭ |
|
৩০০ |
৯ |
|
৪০০ |
১১ |
|
৫০০ |
১৩ |
ক. প্রান্তিক আয় কাকে বলে? ১
খ. কখন ফার্ম ও শিল্প একই? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের সূচির আলোকে মোট উৎপাদন (TP) রেখা অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের সূচিটি উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে? ব্যাখ্যা কর। 8
৫। যশোর বোর্ড ২০২৫
ক. উৎপাদন অপেক্ষক কী? ১
খ. স্বল্পকালে স্থির উপাদান থাকে কেন? ২
গ. উদ্দীপকের আলোকে AC এবং MC-এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ৩
ঘ. AC রেখা U আকৃতির হওয়ার কারণ বিশ্লেষণ কর। ৪
৬। কুমিল্লা বোর্ড ২০২৫
নিচের সূচিতে একটি ফার্মের উৎপাদনের (Q) ও মোট ব্যয় (TC)-এর তথ্য দেওয়া হলো-
|
উৎপাদনের
পরিমাণ (Q) |
মোট
ব্যয় (TC) |
|
1 |
5 |
|
2 |
8 |
|
3 |
9 |
|
4 |
12 |
|
5 |
20 |
ক. প্রান্তিক ব্যয় (MC) কাকে বলে? ১
খ. স্বল্পকালীন মোট স্থির ব্যয় (STFC) রেখার আকৃতির ওপর মন্তব্য কর। ২
গ. উদ্দীপক হতে ফার্মের মোট ব্যয় (TC) রেখা অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের তথ্য ব্যবহার করে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) রেখার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ৪
৭। চট্রগ্রাম বোর্ড ২০২৫
|
বিক্রয়ের
পরিমাণ (Q) |
মোট
আয় (TR) |
|
1 |
30 |
|
2 |
60 |
|
3 |
90 |
|
4 |
120 |
ক. প্রান্তিক উৎপাদন কী? ১
খ. গড় স্থির ব্যয় কি শূন্য হতে পারে? ২
গ. উদ্দীপকের আলোকে প্রান্তিক আয় (MR) ও গড় আয় (AR) রেখা অঙ্কন কর। ৩
ঘ. যদি বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে গড় আয় ও প্রান্তিক আয় কমতে থাকে তবে তা উদ্দীপকের বাজারের সাথে সাদৃশ্যপূর্ণ কি? তোমার মতামত দাও। 8
৮। বরিশাল বোর্ড ২০২৫
মি. x' একজন কৃষি উদ্যোক্তা। তিনি তার ১ একর জমিতে ১ম বছর ১ জন শ্রমিক নিয়োগ করে ২০০ কেজি মাল্টা উৎপাদন করেন। মাল্টা উৎপাদন লাভজনক হওয়ায় পরবর্তী তিন বছর অতিরিক্ত ১ জন করে শ্রমিক নিয়োগ দেন এবং উৎপাদন পান যথাক্রমে ৩৫০ কেজি, ৪৫০ কেজি এবং ৫০০ কেজি। এতে তার পরিবারের আর্থিক সচ্ছলতা আসে।
ক. মাত্রাগত উৎপাদন কী? ১
খ. 'মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ'- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের তথ্যের আলোকে মাল্টার মোট উৎপাদন (TP) রেখা অঙ্কন কর। ৩
ঘ. মাল্টা উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের কোন বিধি কার্যকর হয়েছে? ব্যাখ্যা কর। 8
৯। দিনাজপুর বোর্ড ২০২৫
একটি ফার্মে শ্রমিক নিয়োগের পরিমাণ যথাক্রমে ৫, ১০, ১৫ এবং পুঁজি বিনিয়োগের পরিমাণ যথাক্রমে ১০০০, ২০০০, ৩০০০ একক।ফলশ্রুতিতে উৎপাদন যথাক্রমে ১০০, ১৭০, ২০০ একক।
ক. উৎপাদন কী? ১
খ. 'মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান'- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মাত্রাগত উৎপাদনের সূচি তৈরি কর। ৩
ঘ. উদ্দীপকে যে ধরনের মাত্রাগত উৎপাদন বিধি নির্দেশ করে তা চিত্রসহ ব্যাখ্যা কর। 8
