অর্থনীতি ১ম পত্র, ১০ম অধ্যায়, মুদ্রা ও ব্যাংক, ১০ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।

অর্থনীতি ১ম পত্র, ১০ম অধ্যায়, মুদ্রা ও ব্যাংক, ১০ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এইচ এস সি। 

প্রশ্ন ১। ঢাকা বোর্ড ২০২৫

মোট বিহিত অর্থের পরিমাণ, M - 5000
অর্থের প্রচলন গতি, V - 10
লেনদেনের পরিমাণ, T = 10000

ক. অর্থ কী? ১ 
খ. মোবাইল ব্যাংকিং কীভাবে ব্যাংকিং কার্যক্রমকে সহজ করেছে? ২ 
গ. উদ্দীপক হতে দামস্তর (P) নির্ণয় কর। ৩ 
ঘ. উদ্দীপকে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্যের ওপর কীরূপ প্রভাব পড়বে? ব্যাখ্যা কর। 8

প্রশ্ন ২। ঢাকা বোর্ড ২০২৫

একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ 4,00,000 টাকা এবং ন্যূনতম রিজার্ভ অনুপাত 10%।

ক. অর্থের চাহিদা কী? ১ 
খ. কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজার নীতি পদ্ধতির মাধ্যমে কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে? ২
গ. উদ্দীপকের ব্যাংকটির সৃষ্ট আমানতের পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অনুপাত 20% বৃদ্ধি করলে অর্থনীতিতে কীরূপ প্রভাব পড়বে? বিশ্লেষণ কর। 8

প্রশ্ন ৩। রাজশাহী বোর্ড ২০২৫

জনাব আক্তার সাহেব একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন। যাকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। এটি নোট প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে, তাছাড়াও দেশের ঋণ তদারকি, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণের কাজ করে থাকে। অপরদিকে, জনাব গোফরান অন্য আরেকটি প্রতিষ্ঠানে চাকরি করেন, যা আমানত গ্রহণ করার পাশাপাশি মুনাফা লাভের উদ্দেশ্যে স্বল্পমেয়াদি ঋণ প্রদান ও ঋণ আমানত সৃষ্টি করে থাকে।

ক. নিকাশঘর কী? ১ 
খ. মুদ্রার কার্যাবলি ব্যাখ্যা কর। ২ 
গ. উদ্দীপকের আলোকে জনাব আক্তার সাহেবের ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর। ৩ 
ঘ. উদ্দীপক অনুযায়ী জনাব আক্তার ও জনাব গোফরানের ব্যাংকের পার্থক্য বিশ্লেষণ কর। ৪ 

প্রশ্ন ৪। রাজশাহী বোর্ড ২০২৫

একটি অর্থনীতির মুদ্রা বাজারের তথ্য নিচে দেওয়া হলো-

বিহিত মুদ্রার পরিমাণ (M)=7,500
বিহিত মুদ্রার প্রচলন গতি (V) = 15
ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ (M1) - 3,000
ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলনগতি (V1) = 10
লেনদেনের পরিমাণ (T) = 1,000

ক. বিশেষায়িত ব্যাংক কাকে বলে? ১ 
খ. কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার পদ্ধতিতে কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে? ২
গ. উদ্দীপকে উল্লিখিত তথ্যের ভিত্তিতে দামন্তর নির্ণয় কর। ৩ 
ঘ. বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে মূল্যন্তরের ওপর কীরূপ প্রভাব পড়বে? উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে গাণিতিক প্রক্রিয়ায় নির্ণয় কর। 8

প্রশ্ন ৫। যশোর বোর্ড ২০২৫

একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ ৫,০০,০০০ টাকা, প্রয়োজনীয় রিজার্ভ হার ৫%। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার ১০% বৃদ্ধি করে।

ক. অর্থের মূল্য কাকে বলে? ১ 
খ. কেন্দ্রীয় ব্যাংককে 'নিকাশঘর' বলা হয় কেন? ২ 
গ. উদ্দীপকের আলোকে বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অর্থনীতিতে কীরূপ প্রভাব পড়বে বলে তুমি মনে কর? 8

প্রশ্ন ৬। কুমিল্লা বোর্ড ২০২৫

জনাব আমির আলী ১,০০,০০০ টাকা নিয়ে 'A' ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খুলতে যান। ব্যাংকের কর্মকর্তা তাকে পাশের 'B' ব্যাংকে গিয়ে হিসাব খোলার পরামর্শ দেন। ব্যাংক কর্মকর্তা বলেন যে, 'A' ব্যাংক জনগণের আমানত জমা রাখে না বরং 'B' ব্যাংকের সমগোত্রীয় ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে।

ক. ব্যাংক হার কাকে বলে? ১
খ. অনলাইন ব্যাংকিং গুরুত্বপূর্ণ কেন? ২
গ. উদ্দীপকের 'A' ব্যাংকের তিনটি কার্যাবলি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত 'A' ব্যাংক কী কী উপায়ে 'B' ব্যাংকের সমগোত্রীয় ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে? ব্যাখ্যা কর। 8

প্রশ্ন ৭। চট্টগ্রাম বোর্ড ২০২৫

মি. 'ক' এমন একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, যা দেশের মুদ্রাবাজারের নেতৃত্ব দেয়, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে, ঋণ নিয়ন্ত্রণ করে এবং সরকারের পরামর্শদাতা হিসেবে কাজ করে। অপরদিকে, মি. 'খ' অন্য একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে ও অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে।

ক. মুদ্রা কী? ১ 
খ. ব্যাংক হার কীভাবে মুদ্রার জোগানকে প্রভাবিত করে? ২ 
গ. মি. 'ক' যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার প্রধান কার্যাবলি ব্যাখ্যা কর। ৩ 
ঘ. মি. 'ক' ও মি. 'খ'-এর প্রতিষ্ঠানের মধ্যে কোনো পার্থক্য আছে কি? তোমার মতামত দাও। 8

প্রশ্ন ৮। বরিশাল বোর্ড ২০২৫

একটি দেশের অর্থনৈতিক তথ্য নিম্নরূপ-

বিহিত মুদ্রার পরিমাণ (M) = ৫০০ 
ব্যাংক কর্তৃক সৃষ্ট মুদ্রা (M') =২৫০
বিহিত মুদ্রার প্রচলন গতি (V) = ১০
ব্যাংক কর্তৃক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি (V') = ৫
লেনদেনের পরিমাণ (T) = ৬২৫

ক. বিহিত মুদ্রা কাকে বলে? ১ 
খ. বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি একই? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে দামস্তর (P) নির্ণয় কর। ৩
ঘ. M = ১০০০ এবং M' = ৫০০ হলে পরিবর্তিত দামস্তর ও অর্থের মূল্য নির্ণয়পূর্বক তাদের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর। 8

প্রশ্ন ৯। ময়মনসিংহ বোর্ড ২০২৫

একটি দেশের অর্থবাজারে-

মোট বিহিত মুদ্রার পরিমাণ (M) = ৬০০
বিহিত মুদ্রার প্রচলন গতি (V) = ৬
ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ (M') = ৫০০
ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি (V') = ৫
লেনদেনের পরিমাণ (T) = ৫০

ক. মোবাইল ব্যাংকিং কী? ১ 
খ. কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন? ২ 
গ. উদ্দীপক হতে দেশটির দামস্তর নির্ণয় কর। ৩ 
ঘ. যদি বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ অর্ধেক হয় তবে মুদ্রার মূল্যের কী পরিবর্তন হবে? 8

প্রশ্ন ১০। চট্টগ্রাম বোর্ড ২০২৫

দামস্তর ও অর্থের মূল্যের সম্পর্ক, economics tutor bd



ক. বাণিজ্যিক ব্যাংক কী? ১ 
খ. কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক- ব্যাখ্যা কর। ২ 
গ. উদ্দীপক থেকে দামস্তর ও অর্থের মূল্যের সম্পর্ক ব্যাখ্যা কর। ৩ 
ঘ. চিত্রটি কীভাবে ফিসারের অর্থের পরিমাণ তত্ত্বের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর। 8
Previous Post
No Comment
Add Comment
comment url