অর্থনীতি ১ম পত্র, ৯ম অধ্যায়, সামগ্রিক আয় ও ব্যয়, ৯ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
অর্থনীতি ১ম পত্র, ৯ম অধ্যায়, সামগ্রিক আয় ও ব্যয়, ৯ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
প্রশ্ন ১। ঢাকা বোর্ড ২০২৫
C=200+.5Y I = 300 যেখানে C = ভোগ, I = বিনিয়োগ
ক. জাতীয় আয় কী? ১
খ. সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় কর। ৩
ঘ. সরকারি ব্যয় 625 টাকা যুক্ত হলে ভারসাম্য জাতীয় আয়ের ক্ষেত্রে কী পরিবর্তন ঘটবে? মতামত দাও। 8
প্রশ্ন ২। রাজশাহী বোর্ড ২০২৫
একটি তিন খাতবিশিষ্ট অর্থনীতির তথ্য নিম্নরূপ-
C = 100 + 0.75y I =I00, G = 150 যেখানে, Y = জাতীয় আয়, c = ভোগ ব্যয় I = বিনিয়োগ ব্যয়, G = সরকারি ব্যয়
ক. দ্বৈত গণনা সমস্যা কী? ১
খ. বিনিয়োগ বাড়লে GNP বাড়ে কেন? ২
গ. উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় (Y) নির্ণয় কর। ৩
ঘ. সরকারি ব্যয় ১০ টাকা হ্রাস করা হলে ভারসাম্য জাতীয় আয়ের ওপর কী প্রভাব পড়বে? উদ্দীপকের আলোকে আলোচনা কর। ৪
প্রশ্ন ৩। যশোর বোর্ড ২০২৫
|
জাতীয়
আয় (Y) টাকায় |
সঞ্চয়
(S) টাকায়
|
বিনিয়োগ
(I) টাকায় |
|
১০০ |
০০ |
১০০ |
|
২০০ |
১০০ |
১০০ |
|
৪০০ |
২০০ |
১০০ |
ক. ভোগ কী? ১
খ. ব্যক্তির ভোগ ব্যয় তার ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে কেন? ২
গ. উদ্দীপকের আলোকে সঞ্চয় ও বিনিয়োগ রেখা অঙ্কন কর। ৩
ঘ. বিনিয়োগ বৃদ্ধিতে ভারসাম্য আয়ন্তরের পরিবর্তন উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।8
প্রশ্ন ৪। কুমিল্লা বোর্ড ২০২৫
দেওয়া আছে, C = 70 + 0.6Y এবং I = 100, যেখানে C ভোগ ব্যয়, I = বিনিয়োগ ব্যয়, Y = জাতীয় আয়।
ক. মোট জাতীয় উৎপাদন (GNP) কাকে বলে? ১
খ. জাতীয় আয় (NY) পরিমাপের সময় 'দ্বৈত গণনা' সমস্যা কীভাবে পরিহার করা যায়? ২
গ. উদ্দীপক হতে সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে (S = I) ভারসাম্য জাতীয় আয় ( Y )
নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকে যদি বিনিয়োগের পরিমাণ আরও 70 একক বৃদ্ধি পায়, তবে সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয়ে কী প্রভাব পড়বে? তা চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর। 8
প্রশ্ন ৫। কুমিল্লা বোর্ড ২০২৫
একটি সামগ্রিক আয় নির্ধারণ মডেল নিম্নরূপ-
Y = C + I + G
C = 50 + 0.4Y
I = 100
G = 150 যেখানে Y = জাতীয় আয়, c = ভোগ ব্যয় I = বিনিয়োগ ব্যয়, G = সরকারি ব্যয়
ক. জাতীয় আয় গণনার আয় পদ্ধতি বলতে কী বোঝ? ১
খ. স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় স্তর (Y) নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের ভোগ অপেক্ষকটি না হয়ে যদি C = 50 + 0.2Y হয় তবে ভারসাম্য জাতীয় আয় স্তরের (Y) ওপর এর প্রভাব চিত্রসহ ব্যাখ্যা কর। 8
প্রশ্ন ৬। সিলেট বোর্ড ২০২৫
নিট জাতীয় আয় (NNP) = ২০,০০০ কোটি টাকা।
অবচয় ব্যয় (DC) = ২,০০০ কোটি টাকা।
নিট রপ্তানি (X - M) = ৫,০০০ কোটি টাকা।
ক. GNP-এর পূর্ণরূপ কী? ১
খ. ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই কি ব্যয়যোগ্য? ২
গ. উদ্দীপকের আলোকে GDP নির্ণয় কর। ৩
ঘ. নিট রপ্তানি শূন্য হলে উদ্দীপকের GNP ও GDP-এর মধ্যে কী পরিবর্তন আসবে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। 8
প্রশ্ন ৭। বরিশাল বোর্ড ২০২৫
'X' দেশের ভোগ ব্যয় অপেক্ষক C = 100 + 0.75Y, দেশটির প্রাথমিক বিনিয়োগ (l) = 200, সরকারি ব্যয় (G) = 150,
পরিবর্তিত বিনিয়োগ (l') = 300, দেশটির মোট রপ্তানি আয় (X) = 200, আমদানি ব্যয় (M) =150 ।
ক. স্বয়ম্ভূত ভোগ কী? ১
খ. GNP ও NNP-এর সম্পর্কটি ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের আলোকে ভোগ সূচি তৈরি করে ভোগ রেখা অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের দেশটির প্রাথমিক বিনিয়োগ (I) থেকে পরিবর্তিত বিনিয়োগ (I') হলে জাতীয় আয়ের কী পরিবর্তন হয়? বন্ধ অর্থনীতির ক্ষেত্রে তা বিশ্লেষণ কর। 8
প্রশ্ন ৮। দিনাজপুর বোর্ড ২০২৫
২০২৩ সালে 'X' দেশে মোট ভোগ ব্যয় (C) = 5 বিলিয়ন ডলার, বিনিয়োগ ব্যয় (l) = 3 বিলিয়ন ডলার ও সরকারি ব্যয় (G) = 3 বিলিয়ন ডলার। ওই দেশে আমদানি ব্যয় (M) = 3 বিলিয়ন ডলার এবং রপ্তানি আয় (X) = 2 বিলিয়ন ডলার।
ক. আবদ্ধ অর্থনীতি বলতে কী বোঝ? ১
খ. বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ভিত্তিতে 'X' দেশের GNI নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকে অন্যান্য ব্যয় স্থির থেকে রপ্তানি আয় 3 বিলিয়ন ডলার হলে জাতীয় আয়ের ওপর কীরূপ প্রভাব পড়বে? ব্যাখ্যা কর। 8
প্রশ্ন ৯। ঢাকা বোর্ড ২০২৩
একটি অর্থনীতিতে ভোগ সমীকরণ (C) = 100 + 0.5Y, বিনিয়োগ (l) = 185, সরকারি বায় (G) = 415, আমদানি (M) = 100 রপ্তানি
(X) = 70
ক. জাতীয় আয় কী? ১
খ. 'ব্যক্তির ভোগ তার মোট আয় নয় বরং ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে'- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক অনুসারে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি পেয়ে যথাক্রমে 400 এবং 120 হলে ভারসাম্য জাতীয় আয়ের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর। ৪