অর্থনীতি ২য় পত্র, ১ম অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি পরিচয়, বহুনির্বাচনি প্রশ্ন পার্ট-১, এইচ এস সি। Economics Tutor BD.

অর্থনীতি ২য় পত্র, ১ম অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি পরিচয়, বহুনির্বাচনি প্রশ্ন পার্ট-১, এইচ এস সি। Economics Tutor BD. 

অর্থনীতি ২য় পত্র, ১ম অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি পরিচয়, বহুনির্বাচনি প্রশ্ন পার্ট-১, এইচ এস সি। Economics Tutor BD.


১. বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়? 
ক. দুই                           খ. তিন
গ. চার                           ঘ. পাঁচ

উত্তরঃ খ. তিন

২. বাংলার ইতিহাসে স্বর্ণযুগ কোনটি?  [সকল বোর্ড ১৮, রা. বো. ১৬]   
ক. পাল যুগ                      খ. মুসলিম যুগ
গ. সেন যুগ                      ঘ. ব্রিটিশ যুগ

উত্তরঃ খ. মুসলিম যুগ 

৩. কোন যুগে বাংলায় কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ করা যায়?  [চ. বো. ১৯]
ক. মুসলিম যুগ                  খ. প্রাচীন যুগ
গ. ইংরেজ যুগ                   ঘ. পাকিস্তান যুগ

উত্তরঃ  খ. প্রাচীন যুগ


৪. বাংলাদেশের ভৌগোলিক আয়তন হলো- [ঢা. যো. ১৯] 
ক. ১৪৭৫৭০ বর্গ কি. মি.        খ. ১৪৯৫৭০ বর্গ কি. মি. 
গ. ১৫১৫৭০ বর্গ কি. মি.         গ. ১৫৫৫৭০ বর্গ কি. মি 

উত্তরঃ ক. ১৪৭৫৭০ বর্গ কি. মি. 

৫. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? [ব. বো. '১৭] 
ক. ২০°৩৪′ উত্তর থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষাংশ   
খ. ২০°৩৪′ উত্তর থেকে ৮৮°০১′ উত্তর অক্ষাংশ 
গ. ২৬°৩৮′ উত্তর থেকে ৯২°৪১′ উত্তর অক্ষাংশ 
ঘ. ৮৮°০১′ উত্তর থেকে ৯২°৪১′ উত্তর অক্ষাংশ 

উত্তরঃ ক. ২০°৩৪′ উত্তর থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষাংশ   

৬. শীতকালে বাংলাদেশকে সাইবেরিয়ার হিমবাহ থেকে রক্ষা করে কোনটি? [চ. বো ১৬]
 ক.  বঙ্গোপসাগর                 খ. হিমালয় পর্বতমালা 
 গ.  উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়      ঘ. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড় 
 
 উত্তরঃ খ. হিমালয় পর্বতমালা 

 
 ৭. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো- [সকল বোর্ড '১৮; (ঢা. বো, ১৭; কু. বো. ১৬, ব. বো, '১৭] 
 ক. ১৫০ নটিক্যাল মাইল         খ. ২০০ নটিক্যাল মাইল 
 ঘ. ২৫০ নটিক্যাল মাইল         ঘ. ৩০০ নটিক্যাল মাইল
 
 উত্তরঃ খ. ২০০ নটিক্যাল মাইল 
 
৮. কখন বাংলা থেকে মসলা রপ্তানি হতো? 
ক. প্রথম শতকে                  খ. দ্বিতীয় শতকে 
গ. তৃতীয় শতকে                  ঘ. চতুর্থ শতকে 

উত্তরঃ ক. প্রথম শতকে   

৯. কোন শাসক সর্বপ্রথম বাংলায় মুদ্রা প্রচলন করেন? [ চ. বো ১৬] 
ক. গিয়াসউদ্দিন আযম শাহ      খ. শামসুদ্দিন ফিরোজ শাহ 
গ. আসাউদ্দিন হুসেন শাহ        ঘ. ঈশা খাঁ 

উত্তরঃ খ. শামসুদ্দিন ফিরোজ শাহ 

১০.বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস বলতে বোঝায়- 
i. মুসলমান যুগের অর্থনীতি
ii. পাকিস্তান যুগের অর্থনীতি 
iii. স্বাধীনতা পরবর্তী যুগের অর্থনীতি 
 নিচের কোনটি সঠিক? 
ক. i ও ii    খ. i ও iii    গ. ii ও iii    ঘ. i, ii ও iii 

উত্তরঃ ঘ. i, ii ও iii 

১১. মুঘল আমলে প্রচলিত যুক্তি হলো- 
i. মিথি যুক্তি 
i. মুঘলী বুন্ডি 
iii. জোঘলী বুঝি 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii  ঘ. i, ii ও iii 

উত্তরঃ  খ. i ও iii

১২. প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থ হতে? 
ক. চর্যাপদ              খ. কৌটিল্যের অর্থশাস্ত্র 
গ. রঘুবংশ              ঘ. জমিদার দর্পণ  

উত্তরঃ ক. চর্যাপদ 

১৩. কে ভারতবর্ষে প্রথম অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন?
ক. পাণিনি                 খ. বানভট্ট
গ. কৌটিল্য                ঘ. গৌড়গোবিন্দ

উত্তরঃ গ. কৌটিল্য 

১৪. কৌটিল্যের মতে কোন দেশ হীরার জন্য বিখ্যাত ছিল? 
ক. কিরাত দেশ           খ. বাংলাদেশ
গ. পুন্ড্র দেশ               ঘ. গৌড় দেশ

উত্তরঃ গ. পুন্ড্র দেশ 

১৫. কত সাল পর্যন্ত সময়কে আদি ও হিন্দু যুগ বলা হয়ে থাকে?
ক. ৬০০                 খ. ১২০০
গ. ১৭৫৭                 ঘ. ১৯৭১

উত্তরঃ  খ. ১২০০

১৬. আদিকালে কারা এদেশে উপনিবেশ গড়ে তোলে?
ক. আর্যরা                খ. বৌদ্ধরা
গ. হুনরা                 ঘ. মোঘলরা

উত্তরঃ ক. আর্যরা   

১৭. বাংলায় বৌদ্ধধর্মের লোকদের আগমন ঘটে-
ক. পশ্চিম ভারত থেকে             খ. দক্ষিণ ভারত থেকে
গ. উত্তর ভারত থেকে               ঘ. ইরান থেকে

উত্তরঃ গ. উত্তর ভারত থেকে 

১৮. কার আমলে বাংলায় কড়ির মুদ্রা প্রচলিত হয়?
ক. মুর্শিদকুলী খান                 খ. আলীবর্দী খান
গ. শায়েস্তা খান                    ঘ.সরফরাজ খান

উত্তরঃ ক. মুর্শিদকুলী খান 

১৯. কোন যুদ্ধের মাধ্যমে বাংলার ভাগ্যে বিপর্যয় নেমে আসে?
ক. বক্সারের যুদ্ধ                  খ. অদয়নালার যুদ্ধ
গ. পলাশীর যুদ্ধ                   ঘ. গিরিয়ার যুদ্ধ

উত্তরঃ গ. পলাশীর যুদ্ধ   


২০. কত সালে পলাশীর যুদ্ধ হয়?
ক. ১৭৫৭                        খ. ১৮৫৭
গ. ১৭৭৬                         ঘ. ১৮৮০

উত্তরঃ ক. ১৭৫৭  

২১. বাংলাদেশে ব্রিটিশ শাসনামল ছিল?
ক. ১৯৪৭-১৯৭১                  খ. ১২০০-১৭৫৭
গ. ১৭৫৭-১৯৪৭                  ঘ. ১৯৫৭-১৯৪৭

উত্তরঃ গ. ১৭৫৭-১৯৪৭

২২. 'Capitalism and Material Life' গ্রন্থটি কে রচনা করেন?
ক. ফার্নান্ড ব্রডেল                 খ. অ্যাডাম স্মিথ
গ. ব্রুকস অ্যাডামস্               ঘ. জন মার্শাল

উত্তরঃ ক. ফার্নান্ড ব্রডেল  

২৩. কত সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়?
ক. ১৭৫৮ সালে                 খ. ১৭৬০ সালে
গ. ১৮৫৭ সালে                  ঘ. ১৮৯০ সালে

উত্তরঃ খ. ১৭৬০ সালে

২৪. বাংলাদেশ কত তারিখে স্বাধীনতা অর্জন করে? [ব. বো, '১৭]
ক. ১৯৭১ সালের ২৬ মার্চ
খ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারি

উত্তরঃ খ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

২৫. স্বাধীনতার পর বাংলাদেশের বাণিজ্য খাতকে বিপর্যস্ত করে-
ক. জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি       খ. ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি
গ. চালের মূল্য বৃদ্ধি                 ঘ. গমের মূল্য বৃদ্ধি

উত্তরঃ ক. জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

২৬. কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখ রয়েছে-
i. হস্ত শিল্প
ii. দুকুন শিল্প
iii. ক্রিমিজাম শিল্প
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii  ঘ. i, ii ও iii 

উত্তরঃ গ. ii ও iii 

২৭. বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস বলতে বোঝায়-
i. মুসলমান যুগের অর্থনীতি
ii. পাকিস্তান যুগের অর্থনীতি
iii. স্বাধীনতা পরবর্তী যুগের অর্থনীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii  ঘ. i, ii ও iii 

উত্তরঃ ঘ. i, ii ও iii 

২৮. মুঘল আমলে প্রচলিত হুন্ডি হলো-
i. মিথি হুন্ডি
ii. মুঘলী হুন্ডি
iii. জোঘলী হুন্ডি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii  ঘ. i, ii ও iii 

উত্তরঃ 

২৯. মুসলিম শাসনামলের অন্যতম বৈশিষ্ট্য হলো-   [ য. বো ১৭] 
i. নৌশিল্পের প্রসার
ii. মুদ্রার প্রথম প্রচলন
iii. খাজনা প্রথা রহিতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii  ঘ. i, ii ও iii 

উত্তরঃ ক. i ও ii

৩০. মুসলিম যুগে প্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হতো-
i. বস্ত্র
ii. কাগজ
iii. লবণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii  ঘ. i, ii ও iii 

উত্তরঃ  ঘ. i, ii ও iii 

৩১. মুসলিম যুগে ব্যাপক পরিবর্তন সূচিত হয়-
i. শিক্ষাক্ষেত্রে
ii. সাহিত্যে
iii. সংস্কৃতিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii  ঘ. i, ii ও iii 

উত্তরঃ  ঘ. i, ii ও iii 


৩২. মুঘল আমলে প্রচলিত হুন্ডিহলো-
i. মিথি হুন্ডি
ii. মুঘলী হুন্ডি
iii. জোঘলী হুন্ডি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii  ঘ. i, ii ও iii 

উত্তরঃ খ. i ও iii 

৩৩. ছিয়াত্তরের মন্বন্তরের কারণ ছিল-
i. দেশীয় সামন্ত প্রভুদের শোষণ
ii. বিদেশি বণিকদের শোষণ
iii. প্রাকৃতিক বিপর্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii  ঘ. i, ii ও iii 

উত্তরঃ ঘ. i, ii ও iii 

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৪ ও ৩৫নং প্রশ্নের উত্তর দাও :
আসিফের দেশে ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটায় বিদেশি বণিকেরা এসে ব্যবসা শুরু করে। বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটায় দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করে।
৩৪. আসিফের দেশে প্রাচীন বাংলার কোন যুগের অর্থনৈতিক চিত্র লক্ষ করা যায়?
ক. গুপ্ত যুগ
খ. মৌর্য যুগ
গ. মুসলিম যুগ
ঘ. গপাল যুগ

উত্তরঃ গ. মুসলিম যুগ

৩৫. সে যুগে ব্যবসায় বাণিজ্যের সূত্রপাত ঘটায় মূলত-
i. ওলন্দাজ বণিকরা
ii. আরব বণিকরা
iii. ইংরেজ বণিকরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii  ঘ. i, ii ও iii 

উত্তরঃ খ. i ও iii  

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও :
রাহাতের বাবা বাংলার ইতিহাসের এমন এক যুগ নিয়ে আলোচনা করলেন, যে যুগকে বাংলার ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। এসময় বাংলা শিল্প ও বাণিজ্যে বেশ সমৃদ্ধ ছিল। 
৩৬. উদ্দীপকে কোন যুগের কথা বলা হয়েছে
ক. প্রাচীন যুগ                খ. ব্রিটিশ যুগ
গ. মধ্যযুগ                    ঘ. পাকিস্তানি যুগ

উত্তরঃ গ. মধ্যযুগ 

৩৭. এই যুগের অন্যতম বৈশিষ্ট্য-
i. আধুনিক মুদ্রা ব্যবস্থা চালু হয়
ii. ইবনে বতুতা এ সময় বাংলায় আসেন
iii. দাস-দাসী কেনা-বেচা হতো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii  ঘ. i, ii ও iii 

উত্তরঃ ঘ. i, ii ও iii 

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও :
সিহাব টেলিভিশনে একটা প্রতিবেদন দেখছিল। প্রতিবেদনে ১৭৫৭ সাল থেকে বাংলা ১৯০ বছর ঔপনিবেশিক শাসনের বর্ণনা দেওয়া হয়। সেখানে বলা হয় ঐ শাসকগোষ্ঠী বাংলা থেকে প্রচুর ধনসম্পদ নিজের দেশে নিয়ে যায়।
৩৮. উদ্দীপকের দীর্ঘ শাসন আমলের নাম কী?
ক. প্রাচীন আমল
খ. মুসলিম শাসন আমল
গ. ব্রিটিশ শাসন আমল
ঘ. পাকিস্তানি শাসন আমল

উত্তরঃ গ. ব্রিটিশ শাসন আমল


৩৯. উক্ত শাসন আমলের ক্ষেত্রে সঠিক তথ্য হলো-
i. বৈদেশিক মুদ্রা বণ্টনের মাধ্যমে সম্পদ পাচার
ii. বিনিময় হার নীতির মাধ্যমে সম্পদ পাচার
iii. উভয় প্রদেশে সাম্য বিরাজমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii  ঘ. i, ii ও iii 

উত্তরঃ ক. i ও ii

নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও : 
সুপ্রাচীনকাল হতে বাংলাদেশ সুজলা-সুফলা দেশ হিসেবে পরিচিতি ছিল। এ কারণে বিভিন্ন সময়ে দেশটি বিদেশিদের দ্বারা আক্রান্ত হয়েছে। ১৭৫৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিদেশি শাসকগোষ্ঠী এ দেশকে শাসন ও শোষণ করেছে। পরে লক্ষ প্রাণের বিনিময়ে দেশটি স্বাধীনতা লাভ করে। [দি. বো, '১৭]
৪০. উদ্দীপকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ নিচের কোনটির সাথে সঙ্গতিপূর্ণ?
ক. জলবায়ু চরমভাবাপন্ন
খ. অপর্যাপ্ত নদ-নদী
গ. উর্বর সমতলভূমি
ঘ. খনিজ সম্পদে সমৃদ্ধ

উত্তরঃ গ. উর্বর সমতলভূমি

৪১. উদ্দীপকে উল্লিখিত সময়ের মধ্যে শোষণ করেছিল-
i. মোঘল
ii. ব্রিটিশ
iii. পাকিস্তান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii  ঘ. i, ii ও iii 

উত্তরঃ  গ. ii ও iii 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url