অর্থনীতি ২য় পত্র, ষষ্ঠ অধ্যায়, অর্থায়ন এর কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি। Economics Tutor BD.

অর্থনীতি ২য় পত্র, ষষ্ঠ অধ্যায়, অর্থায়ন এর কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি। 

Economics Tutor BD. 

অর্থনীতি ২য় পত্র, ষষ্ঠ অধ্যায়, অর্থায়ন এর কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি। Economics Tutor BD.


১. ঢাকা বোর্ড - ২০১৯।  
জামাল ও কামাল দুজনই চট্টগ্রাম স্টক একচেঞ্জে বিনিয়োগ করেছেন। জামাল নিয়মিত শেয়ার ক্রয়-বিক্রয়ে অংশগ্রহণ করে থাকেন। কিন্তু কামাল তার বিনিয়োগে লোকসানের সম্মুখীন হওয়ায় সম্প্রতি শেয়ার বিক্রয় করে সমুদয় অর্থ বন্ড ক্রয়ে বিনিয়োগ করেছেন।

ক. বোনাস শেয়ার কাকে বলে?  
খ. অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করাকেই বোঝায়- ব্যাখ্যা কর।                              
গ. জামালের শেয়ার থেকে মুনাফা লাভ কি নিশ্চিত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. জামাল এবং কামালের কোন বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।


২. যশোর বোর্ড - ২০১৯
জেন্ট সাহেব সাতক্ষীরায় কাঁকড়া চাষ করে বেশ লাভবান হন। পরবর্তীতে তিনি কাঁকড়া চাষ ও হিমায়িত খাদ্য রপ্তানির লক্ষ্যে একটি
বড় ধরনের প্রকল্প হাতে নেওয়ার চিন্তা করেন। এতে তাঁর প্রচুর মূলধনের প্রয়োজন হবে। তাই তিনি বিভিন্ন ব্যাংক, আত্মীয়স্বজন, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এতেও তাঁর প্রয়োজনীয় মূলধনের সংকুলান হবে না।
পরবর্তীতে তিনি এমন দুটি উৎসের কথা চিন্তা করলেন যার মাধ্যমে যৌথ মূলধনী কারবার অর্থ সংগ্রহ করে থাকে। একটি হলো কোম্পানির
অনুমোদিত মূলধনের অংশ এবং অপরটি হলো ঋণের দলিল।

ক. অর্থায়ন কী?
খ. অভ্যন্তরীণ অর্থসংস্থান কেন প্রয়োজন হয়?
গ. জেন্টু সাহেবের প্রকল্পের অর্থায়নের উৎসগুলো চিহ্নিত কর।
ঘ. খরচ, কর সুবিধা ও বাজারে প্রবেশাধিকারের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের অর্থায়নের শেষোক্ত উৎস দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক এবং কেন?

৩. রাজশাহী ও বরিশাল বোর্ড - ২০১৯
জোবেদা একজন গরিব গৃহিণী। স্বামীর আয়ে ঠিকমতো সংসার চলে না। তাই সে 'আশা' থেকে ৫,০০০ টাকা ঋণ নিয়ে বাড়িতে মুদির দোকান দেয়। অল্পদিনেই সে স্বাবলম্বী হয়। ছেলে মেয়েদের স্কুলে পাঠায় ও ভালো জামাকাপড় কিনে দেয়। কিন্তু 'আশা' সমিতির সুদের হার বেশি, তা না হলে সে আরও উন্নতি করতে পারত। দুঃখের বিষয় ব্যাংকে জামানত দেওয়ার মতো জমি বা সম্পদ না থাকায় সে ব্যাংক থেকেও ঋণ নিতে পারে না।

ক. পুঁজিবাজার কী?
খ. প্রাইমারি শেয়ার বলতে কী বোঝ?
গ. জোবেদা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারেনি কেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। 
ঘ. দরিদ্রতা নিরসন ও কর্মসংস্থানে আশার মতো বাংলাদেশে কর্মরত এনজিওসমূহের ভূমিকা বিশ্লেষণ কর। 

৪. কুমিল্লা বোর্ড ২০১৯
নাহিদা আফরোজ সরকারি স্কুলের একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তিনি সাধারণ ভবিষ্যৎ তহবিল ফান্ড থেকে ৩০ লক্ষ টাকা পেয়েছেন। তার মধ্যে ২০ লক্ষ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনেছেন। অবশিষ্ট ১০ লক্ষ টাকা দিয়ে তিনি IPO এর মাধ্যমে কিছু শেয়ার এবং শেয়ারবাজার থেকে কিছু শেয়ার কিনেছেন।

ক. শেয়ারবাজার কী?
খ. বন্ড থেকে শেয়ার কীভাবে পৃথক?
গ. উদ্দীপকে বর্ণিত নাহিদা আফরোজ কর্তৃক ক্রীত দুই ধরনের শেয়ারের মধ্যে পার্থক্য দেখাও।
ঘ. "নাহিদা আফরোজের শেষোক্ত বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হলেও অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনা আছে"- ব্যাখ্যা কর।


৫. ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ড ২০১৮
সাফিন ও নাফিনসহ সাত বন্ধু তাদের নিজস্ব মূলধন নিয়ে একটি কারবার আরম্ভ করলেন। সম্ভাবনাময় হওয়ায় কারবারটি সম্প্রসারণের জন্য তারা পজি বাজার থেকে মূলধন সংগ্রহের চিন্তা করলেন। সাফিন এমন একটি অনুমোদিত মূলধনের কথা চিন্তা করলেন যার দ্বারা কোম্পানির মালিকানা নির্দেশ করে এবং লাভক্ষতির অংশীদারিত্ব নিশ্চিত করে। অন্যদিকে নাফিন এমন একটি দলিল ক্রয়ের সিদ্ধান্ত নেয় যা দ্বারা নির্দিষ্ট হারে সুদ পাবে কিন্তু কোম্পানির লভ্যাংশের অংশীদার হতে পারবে না।

ক. অর্থায়ন কী?
খ. অর্থায়নের উৎস হিসেবে-ব্যাংক ঋণের ভূমিকা কী?
গ. উদ্দীপকে সাফিন যে বিশেষ পদ্ধতিতে মূলধন সংগ্রহের কথা চিন্তা করল তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. সাফিন ও নাফিনের অর্থ সংগ্রহের যে দুটি উৎসের কথা বলা হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ কর।

৬. রাজশাহী, কুমিল্লা, চট্রগ্রাম ও বরিশাল বোর্ড - ২০১৮ 
পঞ্চগড় ক্রমবর্ধমান চা চাষ বৃদ্ধি দেখে মি. X পঞ্চগড়ে একটি চা প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করতে চান। তিনি জানেন যে এতে অনেক মূলধন প্রয়োজন হবে। তিনি বিভিন্ন ব্যাংক, বেসরকারি সংস্থা, নাকি বন্ধুবান্ধবের নিকট থেকে টাকা ধার নিবেন- এ চিন্তায় অস্থির। অবশ্য এক সময় তার মনে হয় যে তিনি তাঁর বর্তমান যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে তার কিছু শেয়ার বিক্রি করবেন।

ক. অর্থায়ন কী?
খ. অর্থায়ন কেন করা হয়?
গ. অর্থায়নের উৎসগুলো কী কী হতে পারে বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. শিল্পের অর্থায়নে পুঁজি বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। 


৭. সিলেট বোর্ড ২০১৯ 
'মি. 'X' এর উৎপাদন প্রতিষ্ঠানটি ২০১৭-১৮ অর্থবছরে ভালো মুনাফা করেছেন। ব্যবসায় সম্প্রসারণের জন্য তিনি মুনাফার ১০% হাতে রেখেছেন। সাভারের একটি প্লট বিক্রয়ের অর্থও ব্যবসায় বিনিয়োগ করেছেন। এ পরিমাণ পুঁজি যথেষ্ট না হওয়ায় তিনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে তার প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করেন। তিনি এ বছর সেখান থেকে ৫০০ কোটি টাকার মূলধন সংগ্রহ করেন। এ অর্থ প্রাপ্তি তার জন্য ব্যবসায় সম্প্রসারণে সহায়ক হয়েছে। একটি ব্যাংকের স্থানীয় শাখার সাথেও তার লেনদেন রয়েছে।

ক. শেয়ার কী?
খ. বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনৈতিক খাতগুলোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ খাত লেখ।
গ. উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানটির অর্থায়নের জন্য কোন কোন উৎস ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. মূলধন সংগ্রহের ক্ষেত্রে অন্যান্য উৎসের তুলনায় পুঁজিবাজার অধিক সুবিধাজনক কিনা উদ্দীপকের ভিত্তিতে মতামত দাও।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url