অর্থনীতি ২য় পত্র, ১ম অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি পরিচয়, বহুনির্বাচনি প্রশ্ন পার্ট- ২, এইচ এস সি। Economics Tutor BD.

অর্থনীতি ২য় পত্র, ১ম অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি পরিচয়, বহুনির্বাচনি প্রশ্ন পার্ট- ২, এইচ এস সি। 

Economics Tutor BD.

অর্থনীতি ২য় পত্র, ১ম অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি পরিচয়, বহুনির্বাচনি প্রশ্ন পার্ট- ২, এইচ এস সি। Economics Tutor BD.
এইচ এস সি অর্থনীতি বিষয়ে ভিডিও ক্লাস পেতে এখানে ক্লিক করো।

১. "ভারতের সূতি শিল্পকে ধ্বংস না করলে এত সহজে ইংল্যান্ডে শিল্প বিপ্লব জয়ী হতে পারত না।" কে বলেছেন?
ক. ই. জে. হবস্বম           খ. জন মার্শাল
গ. ব্রুকস্ অ্যাডামস্          ঘ. ফার্নান্ড ব্রডেল

উত্তরঃ ক. ই. জে. হবস্বম 

২. 'Industry and Empires' গ্রন্থের রচয়িতা কে?
ক. ব্রুকস্ অ্যাডামস্          খ. ফার্নান্ড ব্রডেল
গ. ই. জে হবস্বম              ঘ. জন মার্শাল

উত্তরঃ গ. ই. জে. হবস্বম

৩.'বাঙালির ইতিহাস' গ্রন্থের রচয়িতা কে?
ক. ড. কুলদীপ নায়ার         খ. ড. আকবর আলী
গ. ড. নীহাররঞ্জন রায়         ঘ. ইবনে বতুতা

উত্তরঃ গ. ড. নীহাররঞ্জন রায়


৪. ব্রিটিশরা এদেশের কৃষকদের বাধ্য করে-
ক. পাট চাষে                        খ. ধান চাষে
গ. নীল চাষে                        ঘ. তামাক চাষে

উত্তরঃ গ. নীল চাষে 

৫. কে দ্বৈতশাসন প্রবর্তন করেন?
ক. লর্ড ক্লাইভ                       খ. লর্ড কার্জন
ক. লর্ড মিন্টো                       ঘ. লর্ড কর্নওয়ালিশ

উত্তরঃ ক. লর্ড ক্লাইভ

৬. বাংলায় কত ধরনের মসলিন কাপড় উৎপাদিত হতো?
ক. চার                             খ. ছয়
গ. দশ                              ঘ. বারো

উত্তরঃ  খ. ছয়

৭. ইংরেজরা মসলিন কাপড় উৎপাদনকারী তাঁতিদের-
ক. হাত কেটে দেয়                খ. পা কেটে দেয়
গ. শারীরিক নির্যাতন              ঘ. হাতের বুড়ো আঙুল কেটে দেয়

উত্তরঃ  ঘ. হাতের বুড়ো আঙুল কেটে দেয়

৮. ১১৭৬-এর মন্বন্তর কেন দেখা দেয়?
ক. বৃষ্টির অভাবে ভালো ফসল না হওয়ায়
খ. যুদ্ধের জন্য
গ. জনগনের ক্রয়ক্ষমতা না থাকায় 
ঘ. খাদ্য মজুদ না থাকায়


উত্তরঃ ক. বৃষ্টির অভাবে ভালো ফসল না হওয়ায় 

৯. '৭৬-এর মন্বন্তর শুধু হয় ইংরেজি কোন সনে?

ক. ১৭২৮                      খ. ১৭৬৮
গ. ১৭৬৯                      ঘ. ১৭৭০

উত্তরঃ ঘ. ১৭৭০

১০. ছিয়াত্তরের মন্বন্তর কখন হয়েছিল?   [সকল বোর্ড '১৮]

ক. ১০৭৬ সালে                 খ. ১১৭৬ সালে
গ. ১২৭৬ সালে                  ঘ. ১৩৭৬ সালে

উত্তরঃ খ. ১১৭৬ সালে

১১. ১৯৪৭ সালে ভারতবর্ষকে কয় ভাগে ভাগ করা হয়?

ক. ২                            খ. ৩
গ. ৪                             ঘ. ৫

উত্তরঃ ক. ২  

১২. পাকিস্তানের বৈদেশিক মুদ্রার সিংহভাগই আসত-
ক. বস্ত্র থেকে                   খ. পাট থেকে
গ. চা থেকে                     ঘ. মৎস্য থেকে

উত্তরঃ খ. পাট থেকে

১৩. পাকিস্তানের বৈদেশিক মুদ্রার কত ভাগ পাট থেকে আসত?
ক. ৫০ ভাগ                    খ. ৬০ ভাগ
গ. ৬৫ ভাগ                     ঘ. ৭০ ভাগ

উত্তরঃ ঘ. ৭০ ভাগ

১৪. পাকিস্তান আমলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (১৯৬৫-৭০) মোট বরাদ্দে পূর্ব পাকিস্তানের অংশ ছিল-
ক. ৪২ শতাংশ                   খ. ৩৯ শতাংশ 
গ. ৩৭ শতাংশ                   ঘ. ৩২ শতাংশ 

উত্তরঃ  খ. ৩৯ শতাংশ 

১৫. স্বাধীনতার পূর্বে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি কয়ভাগে বিভক্ত ছিল? [সকল বোর্ড '১৮] 
ক. ৩                         খ. ৪
গ. ৫                         ঘ. ৬ 

উত্তরঃ খ. ৪


নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :

রহমান সাহেব ইতিহাস বই পড়ে প্রাগৈতিহাসিক যুগের কথা জানতে পারে। সে আরও জানতে পারে এ যুগের কোনো লিখিতরূপ ছিল না। মানুষ পরিবেশনির্ভর ছিল এবং কাজকর্মের জন্য বিভিন্ন প্রাকৃতিক বস্তু ব্যবহার করত। [রা. বো. '১৭]
১৬. উক্ত যুগে মানুষ কোন বস্তুটি প্রথম বেছে নিয়েছিল?

ক. সোনা                  খ. পাথর
গ. রূপা                    ঘ. হীরা

উত্তরঃ খ. পাথর

১৭. উক্ত বস্তুটি দিয়ে মানুষ-
i. আত্মরক্ষা করত
ii. শিকার করত
iii. আগুন জ্বালাতো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. iও iii      গ. ii ও iii        ঘ. i, ii ও iii

উত্তরঃ  ঘ. i, ii ও iii 

উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :

এক সময় বাংলা এক সমৃদ্ধ জনপদ ছিল। স্বাধীনতার পূর্ববর্তী একটি সময়কাল বাংলার অর্থনৈতিক ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে পরিচিত ছিলো। ফলে বিভিন্ন বিদেশি শক্তি এ ভূখন্ডে বাণিজ্য করার জন্য আসতে লাগল।
[রা. বো. '১৯]

১৮. বাংলার অর্থনৈতিক ইতিহাসের স্বর্ণযুগের সময়কাল কোনটি?
ক. ১২০০ সাল পর্যন্ত       খ. ১২০০-১৭৫৭ খ্রিঃ
গ. ১৭৫৭-১৯৪৭ খ্রিঃ        ঘ. ১৯৪৭-১৯৭১ খ্রিঃ

উত্তরঃ খ. ১২০০-১৭৫৭ খ্রিঃ

১৯. কোন বিদেশি বণিকরা প্রথম বাংলায় আসে?
ক. পূর্তগিজ                 খ. ইংরেজ  
গ. অলন্দাজ                 ঘ. ফরাসি 

উত্তরঃ ক. পূর্তগিজ        

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
শাকিলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি তার এক গবেষণাপত্রে উল্লেখ করেন, এক সময় পূর্ব পাকিস্তানের রপ্তানি আয়ের সিংহভাগ খরচ করা হতো পশ্চিম পাকিস্তানের শিল্প ও অবকাঠামো নির্মাণে। পূর্ব পাকিস্তানের অর্জিত বেশিরভাগ বৈদেশিক মুদ্রা পশ্চিমাঞ্চলে ব্যয়ের ফলে এ অঞ্চলের উন্নয়ন পিছিয়ে পড়ে।
২০. শাকিলা তার গবেষণায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার কোন ধরনের অসমতার তথ্য তুলে ধরেছেন?
ক. রাজনৈতিক           খ. সামাজিক
গ. আন্তর্জাতিক           ঘ. সম্পদ ব্যবহার

উত্তরঃ ঘ. সম্পদ ব্যবহার

২১. পশ্চিম পাকিস্তানের এ ধরনের আচরণের ফলে-
i. পশ্চিম পাকিস্তানের অর্থনীতি ধ্বংস হলো
ii. পূর্ব পাকিস্তানে অভাব দেখা দিল
iii. পূর্ব পাকিস্তানের অবকাঠামো ধ্বংস হলো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. iও iii      গ. ii ও iii        ঘ. i, ii ও iii 

উত্তরঃ  গ. ii ও iii  


২২. বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?      [ঢা. বো. '১৬; য. বো. '১৯]
ক. মকর ক্রান্তি                            খ. কর্কট ক্রান্তি 
গ. বিষুব                                   ঘ. মেরুবৃত্তীয় 

উত্তরঃ  খ. কর্কট ক্রান্তি  

২৩. বাংলাদেশের দক্ষিণ-পূর্বে কোন দেশ অবস্থিত?
ক. মিয়ানমার                              খ. আসাম 
খ. বিহার                                  ঘ. পশ্চিমবঙ্গ

উত্তরঃ ক. মিয়ানমার   

২৪. বাংলাদেশ কোন জলবায়ুর অন্তর্গত?

ক. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু              খ. শীতল জলবায়ু
গ. মেরু জলবায়ু                         ঘ. ক্রান্তীয় জলবায়ু

উত্তরঃ ক. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু 

২৫. বাংলাদেশের জলবায়ু কেমন?
ক. নাতিশীতোষ্ণ                         খ. জলীয়
গ. শীতল                                ঘ. মরু

উত্তরঃ ক. নাতিশীতোষ্ণ

২৬. ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
ক. উত্তর অঞ্চলে                         খ. দক্ষিণ অঞ্চলে
গ. পূর্ব অঞ্চলে                           ঘ. দক্ষিণ-পূর্ব অঞ্চলে

উত্তরঃ গ. পূর্ব অঞ্চলে

২৭. শীতকালে বাংলাদেশকে সাইবেরিয়ার হিমবাহ থেকে রক্ষা করে কোনটি? [চ. বো. '১৬]
ক. বঙ্গোপসাগর                          খ. হিমালয় পর্বতমালা     
গ. উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়               ঘ. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়

উত্তরঃ খ. হিমালয় পর্বতমালা     


২৮. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো-  [সকল বোর্ড '১৮; [ঢা. বো. '১৭; কু. বো. '১৬; ব. বো. '১৭]
ক. ১৫০ নটিক্যাল মাইল            খ. ২০০ নটিক্যাল মাইল
গ. ২৫০ নটিক্যাল মাইল            ঘ. ৩০০ নটিক্যাল মাইল

উত্তরঃ খ. ২০০ নটিক্যাল মাইল

২৯. বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক জলসীমা-
ক. ১০ নটিক্যাল মাইল             খ. ১১. নটিক্যাল মাইল
গ. ১২ নটিক্যাল মাইল              ঘ. ১৩ নটিক্যাল মাইল

উত্তরঃ গ. ১২ নটিক্যাল মাইল 

৩০. বাংলাদেশের কোন জেলায় পাহাড় নেই? [দি. বো. '১৯]
ক. সিলেট                          খ. চট্টগ্রাম
গ. কুমিল্লা                          ঘ. কুষ্টিয়া

উত্তরঃ   ঘ. কুষ্টিয়া

৩১. কোনো দেশে কত শতাংশ বনভূমি থাকা দরকার? [কু. বো. '১৭]
ক. ২৫                             খ. ১৫
গ. ৯                               ঘ. ১৯ 

উত্তরঃ ক. ২৫    

৩২. বাংলাদেশের মোট ভূমির শতকরা কত ভাগ ভূমিতে বনাঞ্চল রয়েছে?
ক. প্রায় ১০.৬২ ভাগ                   খ. প্রায় ১২.৬২ ভাগ
গ. প্রায় ১৭.৬২ ভাগ                    ঘ. প্রায় ২০ ভাগ

উত্তরঃ গ. প্রায় ১৭.৬২ ভাগ   

৩৩. নিচের কোন জেলাটি পার্বত্য অঞ্চলের অন্তর্গত? [দি. বো. '১৬]
ক. কুমিল্লা          খ. ময়মনসিংহ
গ. বান্দরবান        ঘ. শেরপুর 

উত্তরঃ গ. বান্দরবান

৩৪. চট্টগ্রামের পাহাড়গুলোর গড় উচ্চতা কত?
ক. ১৫০০ ফুট                  খ. ১৮০০ ফুট 
গ. ২০০০ ফুট                  ঘ. ২৫০০ ফুট

উত্তরঃ গ. ২০০০ ফুট 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url