Economics 1st Paper, 9th Chapter, Equilibrium of National Income, Rajshahi Board-2023, CQ Solution, HSC, Economics Tutor Bd, Mamun Sir.
সামগ্রিক আয় / জাতীয় আয়ঃ
অর্থনীতিতে সামগ্রিক আয় ধারণাটি একটি বৃহৎ বা প্রসারিত অর্থে ব্যবহৃত হয়। একটি দেশের ভোক্তাদের বিভিন্ন ধরনের চাহিদা পূরণের জন্য উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের মোট আর্থিক মূল্যই সামগ্রিক আয় হিসাবে গণ্য। সামগ্রিক আয়কে আবার জাতীয় আয় বলা যায়।
ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের ৩ টা পদ্ধতি আছে-
১. আয় পদ্ধতি
২. উৎপাদন পদ্ধতি
৩. ব্যয় পদ্ধতি
আজ আমরা ব্যয় পদ্ধতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করবো
তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় নির্ধারণ-
Y=C+I+G
এখানে
Y=জাতীয় আয়, C=ভোগ ব্যয়, I=বিনিয়োগ ব্যয়, G=সরকারি ব্যয়।
রাজশাহী বোর্ড- ২০২৩ সালের একটি উদ্দীপকের আলোকে একটি ভিডিও টিউটরিয়াল তৈরি করলাম।
এইচ এস সি শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে। এখানে সৃজনশীল প্রশ্ন 'গ' ও 'ঘ' এর সমাধান করা হয়েছে।
ভিডিও টিউটরিয়ালটি পেতে নিচে ক্লিক করো-