Economics 2nd paper, 1st Chapter, 5 Important CQ Questions, HSC, Economics Tutor BD, Mamun Sir.

Economics 2nd paper, 1st Chapter, 5 Important CQ Questions, HSC, Economics Tutor BD Mamun Sir. 

অর্থনীতি ২য় পত্র, ১ম অধ্যায়, ৫ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি, মামুন স্যার।  

১। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল দেশ। এদেশের অর্থনীতি যেসব ভিত্তির ওপর গড়ে উঠেছে সেগুলো হলো- শিক্ষা, যাতায়াত ও যোগাযোগ, প্রশিক্ষণ, ডাক, জনস্বাস্থ্য, বাসস্থান বেতার, পরিবার কল্যাণ, সেতু, বিদ্যুৎ, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা, শক্তি সম্পদ, পানি সরবরাহ প্রভৃতি। দেশের উন্নয়নে এ সকল উপাদানের উত্তম ব্যবহার নিশ্চিত করা একান্ত আবশ্যক।
 [য. বো. '১৯]

ক. সামাজিক পরিবেশ কী?
খ. প্রাকৃতিক পরিবেশ কী উৎপাদনের সাথে সম্পর্কিত?
গ. উদ্দীপক থেকে সামাজিক ও অর্থনৈতিক উপাদানগুলো চিহ্নিত কর।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সামাজিক ও অর্থনৈতিক উপাদানগুলোর তুলনামূলক গুরুত্ব উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

২। অর্থনীতির শিক্ষক আসাদ সাহেব বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর ওপর আলোকপাত করতে গিয়ে ছাত্রদের উদ্দেশে বললেন, "সমষ্টিগত অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি হচ্ছে অর্থনৈতিক কাঠামো। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- উৎপাদনভিত্তিক, মালিকানাভিত্তিক এবং অঞ্চলভিত্তিক। তবে শক্তিশালী অর্থনৈতিক অবকাঠামো ব্যতীত অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হয় না। অর্থনৈতিক অবকাঠামো হচ্ছে একটি দেশের অর্থনীতির বুনিয়াদ।"
[কু. বো, '১৯]

ক. অর্থনৈতিক কাঠামো কী?
খ. বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কীভাবে অর্থনৈতিক উন্নয়নের অনুকূল?
গ. উদ্দীপকে বর্ণিত খাতগুলোর অধীনে বিদ্যমান উপখাতগুলোর সমন্বয়ে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
ঘ. “অর্থনৈতিক অবকাঠামো একটি দেশের অর্থনীতির বুনিয়াদ"- তুমি কি আসাদ সাহেবের এই বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৩। মি. 'X' গণমাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অনেক বিষয়ে জেনে তার মধ্যে ধারণা সৃষ্টি হয় বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। সম্প্রতি তিনি প্রায় সকল খাতেই ধনাত্মক পরিবর্তন লক্ষ করেন। যেমন-অর্থনৈতিক প্রবৃদ্ধি, সঞ্চয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ইত্যাদি। তিনি আরও অনুভব করেন, অনুকূল পরিবেশ ও বিদ্যমান সম্পদের পূর্ণ ব্যবহার হলে বাংলাদেশ অচিরেই একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
[ঢা. বো. '১৯]

ক. পলাশীর যুদ্ধ কত সালে হয়?
খ. মুসলিম যুগকে কেন 'স্বর্ণযুগ' বলা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা আলোচনা কর।
ঘ. তুমি কি মনে কর, বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

৪। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনের পর থেকেই বাংলাদেশ ক্রমাগত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। GDP-এর প্রবৃদ্ধি আশানুরূপ হচ্ছে। জীবনযাত্রার মান, শিক্ষার হার, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। দেশটির ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, নদনদী, মৃত্তিকাসহ অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলো দেশটির উন্নয়নে সহায়তা করছে। আশা করা যায়, এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।
[রা. বো. '১৯]

ক. উন্নয়নশীল দেশ বলতে কী বোঝ?
খ. অনুন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে ২টি পার্থক্য লেখ।
গ. বাংলাদেশ উন্নয়নশীল দেশ কিনা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো উন্নয়নে কীভাবে ভূমিকা রাখছে- বিশ্লেষণ কর।

৫। একটি দেশ দীর্ঘদিন যাবৎ বিদেশিদের দ্বারা শাসিত ও শোষিত হয়েছে। দেশটি যুদ্ধ করে স্বাধীন হয়েছে। কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য তার লড়াই অব্যাহত রয়েছে। দেশটি কৃষিপ্রধান হলেও তা অনুন্নত, শিল্পে অনগ্রসর, বিপুল জনসংখ্যা কিন্তু শিক্ষার হার কম, খাদ্য ঘাটতি, অনুন্নত আর্থসামাজিক অবকাঠামো, প্রাকৃতিক সম্পদের স্বল্পতা ইত্যাদি কারণে তার কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। কিন্তু সরকার আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার ব্যাপক প্রসারের উদ্যোগ গ্রহণ করেছে। আশা করা যায়, দেশটি দ্রুতই কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে সক্ষম হবে।
[ঢা. বো. '১৮; য. বো. '১৮; সি. বো. '১৮; দি. বো. '১৮]

ক. গ্রামীণ খাত কী?
খ. বিশ্বায়নের ফলে সৃষ্ট সুবিধাসমূহ কীরূপ?
গ. উদ্দীপকে কোন দেশের অর্থনীতির চিত্র তুলে ধরা হয়েছে? এর বৈশিষ্ট্যগুলো লেখ।
ঘ. দেশটির অর্থনীতি সম্ভাবনাময়- তুমি কি এ ধারণার সাথে একমত? উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যক্ত কর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url