Economics 2nd Paper, 2nd Chapter, Agriculture of Bangladesh, 9 Important CQ Questions, HSC Economics Tutor BD. অর্থনীতি ২য় পত্র, ২য় অধ্যায়, বাংলাদেশের কৃষি, ৯ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
Economics 2nd Paper, 2nd Chapter, Agriculture of Bangladesh, 9 Important CQ Questions, HSC Economics Tutor BD.
অর্থনীতি ২য় পত্র, ২য় অধ্যায়, বাংলাদেশের কৃষি, ৯ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
প্রশ্ন. ১. জনাব মালেক একজন কৃষি কর্মকর্তা। তিনি কৃষি উন্নয়ন সম্পর্কে কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, কৃষক সহায়তা কর্মসূচি, কৃষি বিমার প্রচলন এবং কৃষিপণ্যের বিপণন।
[কু. বো. '২১]
ক. যৌথ খামার কী?
খ. মধ্যস্বত্বভোগীরা কৃষকের ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে কেন?
গ. জনাব মালেক সাহেবের পরামর্শে বাংলাদেশের কৃষি কাঠামোর যে বিষয়গুলো ফুটে উঠেছে উদ্দীপকের আলোকে তার বর্ণনা দাও।
ঘ. “তার পরামর্শের বাইরেও কৃষি কাঠামোর কিছু বিষয় অন্তর্ভুক্ত।” – তোমার মতামত দাও।
প্রশ্ন. ২. হাসিব একজন দরিদ্র কৃষক। তার গ্রামের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। গ্রামে ফসল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। পণ্যের দাম সম্পর্কে সঠিক তথ্য না জানায় সে দালাল ও ফড়িয়াদের কাছে অল্প দামে ফসল বিক্রি করতে বাধ্য হয়। পরবর্তীতে সরকার পরিবহণ ব্যবস্থার উন্নয়ন, ন্যায্যমূল্যে কৃষিপণ্য ক্রয় ও বিপণন, ঋণ সহজীকরণ ব্যবস্থা গ্রহণের ফলে হাসিবের সমস্যা অনেকটাই সমাধান হয়েছে।
[কু. বো. '২৫]
ক. কৃষিজোত কী?
খ. 'কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে'- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কৃষিসংক্রান্ত কোন সমস্যার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সমস্যা সমাধানে উদ্দীপকে উল্লিখিত সরকারি পদক্ষেপগুলো পর্যাপ্ত বলে কি তুমি মনে কর? বিশ্লেষণ কর।
প্রশ্ন. ৩. লালমনিরহাট জেলার মোমিন মিয়া একজন উদ্যমী কৃষক। এ বছর তিনি তার জমিতে প্রচুর পরিমাণ ফুলকপি উৎপাদন করেছেন। কিন্তু বাজারে সরবরাহ বেশি থাকায় এবং পরিবহণ খরচ ও মধ্যস্বত্বভোগীদের কারণে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। অপরদিকে, খাগড়াছড়ি জেলার দুর্গম এলাকার কৃষক আমান মিয়া তার উৎপাদিত কলা স্থানীয় বাজারে কম দামে বিক্রি করে দেন।
[চ. বো. '২৫]
ক. শস্য বহুমুখীকরণ কী?
খ. কৃষিতে অভিযোজন প্রয়োজন কেন?
গ. উদ্দীপকে বর্ণিত কৃষিপণ্যের বিপণন সমস্যাগুলো চিহ্নিত কর।
ঘ. কৃষকের স্বার্থ সংরক্ষণের জন্য উল্লিখিত সমস্যাগুলো সমাধানে সরকার কীভাবে ভূমিকা রাখতে পারে?
প্রশ্ন. ৪. আবহমান কাল থেকে কৃষি বাংলাদেশের প্রধান পেশা। কিন্তু বর্তমানে বাংলাদেশে কৃষির পাশাপাশি অন্যান্য সেক্টরও দেশের মোট দেশজ উৎপাদন (GDP) বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। কৃষিতে উন্নত বীজ, সার, কীটনাশক, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষির উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কিন্তু কৃষকরা মূলধন সংগ্রহের প্রাতিষ্ঠানিক উৎস হতে পর্যাপ্ত ঋণের সুবিধা পাচ্ছে না। সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ যেমন- কৃষি উপকরণ বিতরণ, কৃষিঋণ বিতরণ সহায়তা, কৃষিবীজ সহায়তা সহজলভ্য করেছে।
[চ. বো. '২৩]
ক. পরিবেশ দূষণ কী?
খ. কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
গ. কৃষিতে উৎপাদন বৃদ্ধির কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত কৃষির উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো কি পর্যাপ্ত? তোমার মতামত ব্যক্ত কর।
প্রশ্ন. ৫. রমিজ মিয়া একজন সাধারণ অশিক্ষিত কৃষক। তিনি তার নিজের জমি সনাতন পদ্ধতিতে চাষ করেন। এতে বেশি ফসল পান না। টেলিভিশনে তিনি কৃষির ওপর একটি প্রতিবেদন দেখে জানতে পারেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনশীলতা বহুগুণ বেড়েছে, এতে খাদ্য ঘাটতি সমস্যার সমাধান হয়েছে।
[চ. বো. '২১]
ক. কৃষিজোত কী?
খ. "বাংলাদেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা থেকে বঞ্চিত হয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে নির্দেশিত প্রযুক্তি চিহ্নিত কর এবং বাংলাদেশের কৃষিতে উৎপাদনের ওপর তার প্রভাব আলোচনা কর।
ঘ. বাংলাদেশে উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি সম্প্রসারণের পথে বাধাসমূহ বিশ্লেষণ কর।
প্রশ্ন. ৬. নিচের উদ্দীপকে খামার 'Q' ও খামার 'R'-এর সাথে সম্পৃক্ত বিষয়গুলো লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নসমূহের উত্তর দাও:
[য. বো. '২৩]
ক. কুটির শিল্প কী?
খ. 'বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির জন্য ক্ষতিকর'- ব্যাখ্যা কর।
গ. খামার 'Q'-এর প্রকৃতি ব্যাখ্যা কর।
ঘ. খামার 'Q' এবং খামার 'R'-এর তুলনামূলক বিশ্লেষণ কর।
প্রশ্ন. ৭. বাংলাদেশে GDP-তে প্রাণিসম্পদ উপখাতের অবদান এবং এর প্রবৃদ্ধির হার নিচে দেওয়া হলো-
[ব. বো. '২৫]
ক. কৃষিপণ্যের বিপণন কী?
খ. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির জন্য ক্ষতিকর- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক থেকে বাংলাদেশের GDP-তে প্রাণিসম্পদের প্রবৃদ্ধির হারকে স্তম্ভচিত্রের সাহায্যে উপস্থাপন কর।
ঘ. “বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।"- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
প্রশ্ন. ৮. 'A' ও 'B' ব্যক্তির প্রত্যেকের একটি করে খামার রয়েছে। 'A' ব্যক্তির খামারে বাজারজাতকরণ ব্যবস্থার প্রয়োজন না পড়লেও 'B' ব্যক্তির খামারে বাজারজাতকরণ ব্যবস্থায় অসংখ্য প্রতিনিধি নিয়োগ করা হয়। এছাড়া প্রথম ব্যক্তির খামারে বহুবিধ ফসল উৎপাদন হলেও উপকরণের কাম্য ব্যবহার সম্ভব হয় না। কিন্তু দ্বিতীয় ব্যক্তির খামারে একটি বা দুটি ফসল উৎপাদন হলেও উপকরণের কাম্য ব্যবহার নিশ্চিত হয়।
[য. বো. '২৫]
ক. শস বহুমুখীকরণ কী?
খ. সেচ সুবিধার সম্প্রসারণ অধিক কর্মসংস্থানে সহায়ক-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম খামারটির ধরন চিহ্নিত করে দুটি বৈশিষ্ট্য তুলে ধর।
ঘ. উদ্দীপকের দ্বিতীয় খামারে কীভাবে উপকরণের কাম্য ব্যবহার নিশ্চিত হয়? ব্যাখ্যা কর
প্রশ্ন. ৯.
'ক'দেশে কয়েকটি কৃষিপণ্যের দাম নিম্নরূপ-
সাম্প্রতিক সময়ে দেশটিতে পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার দৃশ্যমান উন্নতি হয়েছে। এছাড়া বাজার মনিটরিং করার জন্য ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।
[দি. বো. '২৫]
ক. কৃষিজোত কাকে বলে?
খ. উন্নত বীজের ব্যবহার কীভাবে কৃষিকে প্রভাবিত করে?
গ. উদ্দীপকে উল্লিখিত পণ্যসমূহের মূল্যে ব্যাপক ব্যবধানের কারণসমূহ ব্যাখ্যা কর।
ঘ. কৃষকদের স্বার্থরক্ষায় উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপ ব্যতীত আর কী কী পদক্ষেপ তুমি সুপারিশ করবে?