Economics 2nd Paper, 3rd Chapter, Industry of Bangladesh, HSC, 9 Important CQ Questions, Economics Tutor BD. অর্থনীতি ২য় পত্র, ৩য় অধ্যায়, বাংলাদেশের শিল্প, এইচ এস সি, ৯ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন।
Economics 2nd Paper, 3rd Chapter, Industry of Bangladesh, HSC 9 Important CQ Questions, Economics Tutor BD.
অর্থনীতি ২য় পত্র, ৩য় অধ্যায়, বাংলাদেশের শিল্প, এইচ এস সি ৯ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন।
প্রশ্ন. ১. সুলতান সাহেবের কারখানায় স্থায়ী মূলধন প্রায় ৫৫ কোটি টাকা এবং তার কারখানায় ৫০০ জন শ্রমিক কাজ করে। এ কারখানায় পাটের কার্পেট, বস্তা ও হেসিয়ান সুতা তৈরি হয়। বর্তমানে বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের উৎপাদক ও রপ্তানিকারকরা বৈচিত্র্যময় পাটজাত পণ্য উৎপাদনে আগ্রহী হয়ে উঠছে।
[ঢাঃ বোঃ ২৩]
ক. মাইক্রো শিল্প কী?
খ. আমাদের দেশে কাঁচা চামড়ার দাম কম থাকা সত্ত্বেও চামড়াজাত পণ্যের দাম এত বেশি কেন?
গ. সুলতান সাহেবের কারখানাটি যে শিল্পের অন্তর্গত তার ধরন নির্ণয় কর এবং বর্ণনা কর।
ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত শিল্পটির ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা কর।
প্রশ্ন. ২. একসময় টিভি, ফ্রিজ, মোবাইল ইত্যাদি বিদেশ থেকে আমদানি করা। হলেও এসব পণ্য এখন দেশের ভেতরই উৎপাদিত হচ্ছে এবং এদেশের সাধারণ মানুষ সেগুলো কম দামে ক্রয় করতে পারছে। এধরনের দ্রব্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা পূরণের লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
[ঢাঃ বোঃ ২৩]
ক. রপ্তানিমুখী শিল্প কী?
খ. 'একটি দেশের সমৃদ্ধির জন্য শিল্পায়ন জরুরি'- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন ধরনের শিল্পের কথা বলা হয়েছে তা নির্ধারণ কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অংশীদারিত্ব ব্যবস্থা কীভাবে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে? ব্যাখ্যা কর।
প্রশ্ন. ৩. বিগত দশ বৎসর যাবত শামী সাহেব পাঁচ ইউনিটের একটি রপ্তানিমুখী কারখানা অত্যন্ত সফলভাবে পরিচালনা করে আসছেন।এ শিল্প থেকে দেশের রপ্তানি আয়ের প্রায় ৫% উপার্জিত হয়। প্রচুর দক্ষ ও অদক্ষ শ্রমিক এ শিল্পে নিয়োজিত রয়েছে। এ শিল্পের কাঁচামালের বেশিরভাগ একটি উৎসবে সংগৃহীত হয়। সম্প্রতি বৈশ্বিক প্রতিযোগিতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি, উদ্যোক্তাদের অদক্ষতা ইত্যাদি কারণে এ শিল্পের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।
[রাঃ বোঃ ২৩]
ক. রপ্তানিমুখী শিল্প কী?
খ. শিল্পায়ন কীভাবে বেকারত্ব নিরসনে সহায়তা করে?
গ. উদ্দীপকে বর্ণিত শিল্পটি চিহ্নিত কর এবং উদ্দীপকের আলোকে এ শিল্পের গুরুত্ব বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে তোমার মতামত বিশ্লেষণ কর।
প্রশ্ন. ৪. বসত বাড়ির পাশে সালিহা ঘরে উৎপাদিত সুতা ও বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এ প্রতিষ্ঠানে তিনি ৮ লাখ টাকা বিনিয়োগ করেছেন এবং ১০ জন। শ্রমিক নিয়োগ দিয়েছেন। সম্প্রতি তিনি পণ্যের বিপণন সমস্যা, দক্ষ। শ্রমিকের অভাব, কাঁচামালের উচ্চমূল্য ইত্যাদি কারণে লাভজনকভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারছেন না।
[রাঃ বোঃ ২৩]
ক. ক্ষুদ্র শিল্প কাকে বলে?
খ. কৃষি কীভাবে শিল্পকে সহায়তা করে?
গ. উদ্দীপকে কোন ধরনের শিল্পের উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যাবে? বিশ্লেষণ কর।
প্রশ্ন. ৫. বর্তমানে বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ একটি শিল্প থেকে অর্জিত হয়। শ্রমিকের সহজলভ্যতা ও নারীর ব্যাপক অংশগ্রহণের কারণে এ শিল্প সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। কিন্তু ক্রমবর্ধমান শ্রমিক অসন্তোষ, ক্রেতাদের নানামুখী শর্তের চাপ মোকাবিলার পাশাপাশি অন্যান্য দেশের সাথে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে।
[চঃ বোঃ ২৫]
ক. PPP-এর পূর্ণরূপ লেখ।
খ. আমদানি বিকল্প শিল্পায়ন প্রয়োজন কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত শিল্পটির গুরুত্ব লেখ।
ঘ. উদ্দীপকে আলোচ্য শিল্পের সমস্যাসমূহ সমাধানের উপায় নির্দেশ কর।
প্রশ্ন. ৬. চামড়া শিল্প বাংলাদেশের একটি উদীয়মান ম্যানুফ্যাকচারিং শিল্প। এ শিল্পের উৎপাদিত প্রধান দ্রব্যগুলোর মধ্যে রয়েছে জুতা, ব্যাগ, বেল্ট, অলঙ্কারের বাক্স ইত্যাদি। এই সমস্ত দ্রব্য বিদেশে বিক্রয় করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।
[সি. বো. '২৫]
ক. কৃষিভিত্তিক শিল্প কী?
খ. আমদানি বিকল্প শিল্প বৈদেশিক বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করে কীভাবে?
গ. কতিপয় বৈশিষ্ট্য উল্লেখপূর্বক উদ্দীপকে উল্লিখিত শিল্পের ধরন চিহ্নিত কর।
ঘ. উল্লিখিত শিল্পটির ভবিষ্যৎ সম্ভাবনা এবং এক্ষেত্রে সরকারের করণীয় আলোচনা কর।
প্রশ্ন. ৭. নিচের ছকটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
পাট ও পাটজাত দ্রব্য থেকে রপ্তানি আয়
(মিলিয়ন মার্কিন ডলার)
[য. বো. '২৩]
ক. মাঝারি শিল্প কাকে বলে?
খ. ফার্ম ও শিল্পের মূল পার্থক্য কী?
গ. উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাগুলো চিহ্নিত কর।
ঘ. আমদানি বিকল্প হিসেবে উক্ত শিল্পের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন. ৮.
[ব. বো. '২৫]
ক. সংরক্ষিত শিল্প কী?
খ. শিল্পায়ন কীভাবে বেকারত্ব দূরীকরণে সহায়ক? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে 'S' শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে 'S' শিল্পটির গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর।
প্রশ্ন. ৯.
শিল্পনীতি ২০১৬-এর আলোকে :
[চ. বো. '২৩]
ক. হাইটেক শিল্প কী?
খ. 'আমদানি বিকল্প শিল্প বৈদেশিক মুদা সাশ্রয়ে সহায়ক'- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে 'ক' ও 'খ' শিল্প দুটির ধরন ব্যাখ্যা কর।
ঘ. 'খ' ও 'গ' শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কোনো ভূমিকা পালন করে কী?


