অর্থনীতি ১ম পত্র, দ্বিতীয় অধ্যায়, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা ভোক্তা ও উৎপাদকের আচরণ। Economics 1st paper, 2nd chapter, Cross elasticity of Demand, HSC, Mamun Sir.

 অর্থনীতি ১ম পত্র, দ্বিতীয় অধ্যায়, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা ভোক্তা ও উৎপাদকের আচরণ।

অর্থনীতি ১ম পত্র, দ্বিতীয় অধ্যায়, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা ভোক্তা ও উৎপাদকের আচরণ। Economics 1st paper, 2nd chapter, Cross elasticity of Demand, HSC,  Mamun Sir.


চাহিদার আড়াআড়ি  স্থিতিস্থাপকতা 

দুটি সম্পর্কযুক্ত ( পরিবর্তক বা পরিপূরক ) দ্রব্যের ক্ষেত্রে একটির দামের শতকরা পরিবর্তনের ফলে অন্যটির চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে এ দুয়ের অনুপাতকে চাহিদার আড়াআড়ি  স্থিতিস্থাপকতা বলে। 

চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার উপর ভিডিও ক্লাস পেতে এখানে ক্লিক করো। 


১. পরিবর্তক দ্রব্য

২. পরিপূরক দ্রব্য 


১. পরিবর্তক দ্রব্য: যখন কনো বিশেষ দ্রব্যের অভাব অন্য দ্রব্যের দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে পূরণ করা সম্ভব হয় তখন তাকে পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলে। 

যেমনঃ চা ও কফি, চিনি ও গুড়। 


২. পরিপূরক দ্রব্য: যখন কনো বিশেষ অভাব পূরণের জন্য একই সাথে দুই বা ততোধিক দ্রব্যের ব্যবহার অপরিহার্য হয় তখন সংশ্লিষ্ট দ্রব্যসমূহকে পরিপূরক দ্রব্য বলে। 

যেমনঃ চা ও চিনি, কালি ও কলম। 


আজ আমি তোমাদের সাথে দুইটি দ্রব্যের চাহিদার আড়াআড়ি  স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করবো- 


একটি দ্রব্য হলো পরিবর্তক দ্রব্য যার স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হয়। 

আরেকটি দ্রব্য হলো পরিপূরক দ্রব্য যার স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয়। 

অর্থনীতি ১ম পত্র, দ্বিতীয় অধ্যায়, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা ভোক্তা ও উৎপাদকের আচরণ।  পরিবর্তক দ্রব্য


                                     ধরি,  x = আপেল

                                            y = কমলা                       

এখানে,

          আপেলের প্রাথমিক দাম       Px  = 120 টাকা 

          আপেলের পরিবর্তিত দাম    Px1 = 150 টাকা

 আপেলের দামের পরিবর্তন ∆Px = Px1- Px= 150-120=30 টাকা

আবার,

           কমলার প্রাথমিক চাহিদা      Qy = 250 একক

           কমলার পরিবর্তিত চাহিদা   Qy1= 300 একক

কমলার চাহিদার পরিবর্তন  ∆Qy= Qy1-  Qy = 300- 250= 50 একক

আমরা জানি,

                 চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র-

                 Ec= ∆𝑄𝑦/∆𝑃𝑥 × 𝑃𝑥/𝑄𝑦

                      =50/30×120/250  [ মান বসিয়ে পাই ] 

                      = 60/75

                      = 0.8 > 0

  এখানে, Ec এর মান যেহেতু ধনাত্মক তাই দ্রব্যটি হবে পরিবর্তক দ্রব্য। 

অতএব বলা যায়, আপেল ও কমলা দ্রব্য দুটি পরস্পর পরিবর্তক।  

চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার উপর ভিডিও ক্লাস পেতে এখানে ক্লিক করো। 

অর্থনীতি ১ম পত্র, দ্বিতীয় অধ্যায়, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা ভোক্তা ও উৎপাদকের আচরণ।  পরিপূরক দ্রব্য


এখানে,

         X  দ্রব্যের প্রাথমিক দাম       Px  = 10 টাকা 

         X  দ্রব্যের পরিবর্তিত দাম    Px1 = 20 টাকা

\  X দ্রব্যের দামের পরিবর্তন  ∆Px = Px1- Px= 20 - 10 = 10 টাকা

আবার,

         Y দ্রব্যের প্রাথমিক চাহিদা      Qy = 20 একক

         Y দ্রব্যের পরিবর্তিত চাহিদা   Qy1= 5 একক

Y দ্রব্যের চাহিদার পরিবর্তন  ∆Qy = Qy1- Qy = 5 - 20=  -15 একক

আমরা জানি,

                 চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র-

                 Ec= ∆𝑄𝑦/∆𝑃𝑥 × 𝑃𝑥/𝑄𝑦

                      =(−15)/10×10/20  [ মান বসিয়ে পাই ] 

                      = (−3)/4

                      = - 0.75  < 0

  এখানে, Ec এর মান যেহেতু ঋণাত্মক তাই দ্রব্যটি হবে পরিপূরক দ্রব্য। 

অতএব, উপরিউক্ত দ্রব্য দুটির সম্পর্ক হলো তারা পরস্পর পরিপূরক দ্রব্য। 

Previous Post
No Comment
Add Comment
comment url