অর্থনীতি ১ম পত্র, দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। চাহিদার আয় স্থিতিস্থাপকতা। Economics 1st Paper, 2nd Chapter, Income Elasticity of Demand, Economics Tutor BD, Mamun Sir.

অর্থনীতি ১ম পত্র, দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। চাহিদার আয় স্থিতিস্থাপকতা।  

Economics 1st Paper, 2nd Chapter, Income Elasticity of Demand, Economics Tutor BD, Mamun Sir.


Economics 1st Paper, 2nd Chapter, Income Elasticity of Demand, Economics Tutor BD, Mamun Sir.

চাহিদার আয় স্থিতিস্থাপকতা 

ক্রেতার আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে এ দুইয়ের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। 

চাহিদার আয় স্থিতিস্থাপকতার উপর ভিডিও ক্লাস পেতে এখানে ক্লিক করো

আজ আমি তোমাদের সাথে দুইটি দ্রব্যের চাহিদার আয় স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করবো-
একটি দ্রব্য হলো স্বাভাবিক দ্রব্য যার স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হয়। 
আরেকটি দ্রব্য হলো নিকৃষ্ট দ্রব্য যার স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয় 

১. উদাহরন
এক ব্যক্তির আয় 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 200 টাকা হলো এবং এর ফলে দ্রব্যের চাহিদা 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 30 একক হলো। চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয় কর। 

এখানে,
          ব্যক্তির প্রাথমিক আয়     Y = 100 টাকা 
          ব্যক্তির পরিবর্তিত আয় Y1 = 200 টাকা
 আয়ের পরিবর্তন ∆Y= Y1- Y= 200-100=100 টাকা
আবার,
           ব্যক্তির প্রাথমিক চাহিদা    Q = 20 একক
           ব্যক্তির পরিবর্তিত চাহিদা Q1= 25 একক
 চাহিদার পরিবর্তন ∆ Q= Q1-Q= 25-20= 5 একক
আমরা জানি,
                 চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র-
                 Ey= ∆𝑄/∆𝑌 × 𝑌/𝑄
                      =5/100×100/20  [ মান বসিয়ে পাই ] 
                      = 0.25
                      =0.25> 0
  এখানে, Ey এর মান যেহেতু ধনাত্মক তাই দ্রব্যটি স্বাভাবিক। 

চাহিদার আয় স্থিতিস্থাপকতার উপর ভিডিও ক্লাস পেতে এখানে ক্লিক করো

২. উদাহরন
এক ব্যক্তির আয় 300 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 600 টাকা হলো এবং এর ফলে দ্রব্যের চাহিদা 30 একক থেকে হ্রাস পেয়ে 20 একক হলো। চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয় কর।

এখানে,
          ব্যক্তির প্রাথমিক আয়     Y = 300 টাকা 
          ব্যক্তির পরিবর্তিত আয় Y1 = 600 টাকা
 আয়ের পরিবর্তন ∆Y= Y1- Y= 600-300 = 300 টাকা 
আবার,
           ব্যক্তির প্রাথমিক চাহিদা    Q = 30 একক
           ব্যক্তির পরিবর্তিত চাহিদা Q1= 20 একক
 চাহিদার পরিবর্তন ∆ Q= Q1-Q= 20-30=-10 একক
আমরা জানি,
                 চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র-
                 Ey= ∆𝑄/∆𝑌 × 𝑌/𝑄
                      =(−10)/300×300/30  [ মান বসিয়ে পাই ] 
                      = - 0.33
                      = - 0.33 < 0
  এখানে, Ey এর মান যেহেতু ঋণাত্মক তাই দ্রব্যটি হবে নিকৃষ্ট। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url