অর্থনীতি ২য় পত্র, সপ্তম অধ্যায়, মুদ্রাস্ফীতি, এইচ এস সি, ৮ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। Economics Tutor BD.
অর্থনীতি ২য় পত্র, সপ্তম অধ্যায়, মুদ্রাস্ফীতি, এইচ এস সি, ৮ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন।
Economics Tutor BD.
১. ঢাকা বোর্ড- ২০২৫
একটি দেশের ভোগ্যপণ্যের দাম ও পরিমাণ নিন্মরুপ-
|
দ্রব্যসমূহ |
২০১৭ |
২০১৯ |
|
|
দাম
(টাকা) |
পরিমাণ
(একক) |
দাম
(টাকা) |
|
|
A |
৩২ |
৩ |
৩৮ |
|
B |
২৬ |
২ |
৩০ |
|
C |
৬৪ |
১ |
৭০ |
|
D |
৩০ |
৬ |
৩২ |
|
E |
১৭ |
২ |
২০ |
দেশটির সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কর হার এবং ব্যাংক হার বৃদ্ধিসহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
ক. উল্লম্ফ মুদ্রাস্ফীতি কী? ১
খ. একটি দেশের জন্য মুদ্রাস্ফীতি কি সবসময় খারাপ? ব্যাখ্যা কর। ২
গ. ব্যাংক হারকে কেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার বলা হয়? উদ্দীপক অনুসারে উত্তর দাও। ৩
ঘ. উদ্দীপকের বিষয়টি কর্মসংস্থান ও বিনিয়োগের ওপর কী ধরনের প্রভাব ফেলে? ব্যাখ্যা কর। 8
২. ঢাকা বোর্ড- ২০২৫
শিক্ষক শ্রেণিকক্ষে একটি চিত্র প্রদর্শন করেন, যা নিন্মরুপ-
এছাড়াও তিনি বলেন যে, সরকারি ব্যয় এবং ভোগ বৃদ্ধির ফলে AD রেখা ডানে স্থানান্তর হয়।
ক. মুদ্রা সংকোচন কী? ১
খ. "মুদ্রাস্ফীতি হলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়।”- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক অনুসারে মুদ্রাস্ফীতির হার নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য সরকার রাজস্বনীতিতে কী ধরনের পদক্ষেপ নিতে পারে? ব্যাখ্যা কর। 8
৩. যশোর বোর্ড- ২০২৫
মুদ্রাস্ফীতির ফলে ভূমিহীন কৃষক, গরিব জনসাধারণ, মধ্যবিত্ত, সকরিজীবী ও সীমিত আয়ের লোকদের পক্ষে জীবনযারা নির্বাহ করা খুবই কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি ব্যয়, ব্যাংক হার পরির্বতন, কর, খোলাবাজার নীতি, সরকারি ঋণ ও নগদ জমার অনুপাত পরিবর্তন ইত্যাদি হাতিয়ার ব্যবহার করে থাকে।
ক. মুদ্রাসংকোচন কী? ১
খ. প্রাকৃতিক দুর্যোগ কীভাবে মুদ্রাস্ফীতির জন্য দায়ী? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক হতে আর্থিক নীতি ও রাজস্বনীতির হাতিয়ারসমূহের একটি তালিকা প্রস্তুত কর। ৩
ঘ. 'মুদ্রাস্ফীতি' নিয়ন্ত্রণে আর্থিক নীতির হাতিয়ারসমূহ কীভাবে কাজ করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। 8
৪. চট্রগ্রাম বোর্ড- ২০২৫
কোনো দেশের দামস্তর ২০২৩ সালে ছিল ২১০ টাকা এবং ২০২৪ সালে ছিল ২৩৪ টাকা। দামস্তরের এ ধরনের বৃদ্ধি উৎপাদনকারী, শ্রমজীবী, কৃষিজীবী, ঋণদাতা ও ঋণগ্রহীতাসহ সকল শ্রেণি-পেশার মানুষকে প্রভাবিত করে।
ক. সূচক সংখ্যা কী? ১
খ. মজুরি বৃদ্ধি কীভাবে মুদ্রাস্ফীতি ঘটায়? ২
গ. উদ্দীপকের তথ্য থেকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত শ্রেণি-পেশার মানুষের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা কর। 8
৫. বরিশাল বোর্ড ২০২৫
নিচের চিত্রটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. মুদ্রাসংকোচন কী? ১
খ. ঋণগ্রহীতার ওপর মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকে AD1 স্থানান্তরিত হয়ে AD2 হওয়ায় অর্থনীতিতে কীরূপ প্রভাব পড়বে? বিশ্লেষণ কর। 8
৬. বরিশাল বোর্ড ২০২৫
'M' দেশে সরকারের বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি এবং জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধির ফলে সামগ্রিক চাহিদা বেড়েছে ও মুদ্রাস্ফীতি ঘটেছে। অপরদিকে, 'N' দেশে হরতাল, ধর্মঘট, প্রাকৃতিক বিপর্যয় এবং উপকরণ খরচ বৃদ্ধির কারণে সামগ্রিক জোগান হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে।
ক. GNP ডিফ্লেটর কী? ১
খ. মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয় কেন? ব্যাখ্যা কর। ২
গ. 'M' ও 'N' দেশের মুদ্রাস্ফীতির ধরন ব্যাখ্যা কর। ৩
ঘ. 'N' দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপসমূহ বর্ণনা কর। 8
৭. ময়মনসিংহ বোর্ড- ২০২৫
নিচের চিত্রটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
চিত্রে দামস্তর OP1 হতে OPo এ হ্রাস করার জন্য অর্থের যোগান হ্রাস ও মজুরি নিয়ন্ত্রণ করা আবশ্যক।
ক. CPI কী? ১
খ. মুদ্রাস্ফীতি শ্রমিক শ্রেণির জীবনযাত্রার মানের ওপর কী প্রভাব ফেলবে? বুঝিয়ে লেখ। ২
গ. উল্লিখিত চিত্রটি কোন ধরনের মুদ্রাস্ফীতি নির্দেশ করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি উৎপাদন ও কর্মসংস্থানের ওপর কেমন প্রভাব ফেলবে?
বিশ্লেষণ কর। 8
৮. সিলেট বোর্ড- ২০২৫
'X' দেশে ভিত্তিবছর ও বর্তমান বছরে দুটি ভোগ্যপণ্যের পরিমাপ ও দাম নিম্নরূপ-
|
ভোগ্যদ্রব্য
|
পরিমাণ
|
দাম
(টাকা) |
|
|
(কেজি/লিটার) |
ভিত্তি
বছর |
বর্তমান
বছর |
|
|
চাল
|
৩০ |
৪০ |
৬০ |
|
তেল
|
৫ |
১০০ |
১২০ |
মুদ্রাস্ফীতি কমানোর জন্য উক্ত দেশের সরকার সুদের হার বৃদ্ধি, উন্নয়ন ব্যয় হ্রাস, ভ্যাট ও শুল্ক হ্রাস করলেও তাৎক্ষণিকভাবে আশানুরূপ ফল পাচ্ছে না।
ক. মুদ্রাস্ফীতি কাকে বলে? ১
খ. উপকরণ ব্যয় বৃদ্ধি কীভাবে মুদ্রাস্ফীতি ঘটাতে পারে? ২
গ. উদ্দীপকের তথ্যের ভিত্তিতে 'X' দেশের মুদ্রাস্ফীতির হার নির্ণয় কর। ৩
ঘ. সরকারি পদক্ষেপসমূহ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে ফলপ্রসূ হচ্ছে না কেন? ব্যাখ্যা কর। 8
