অর্থনীতি ২য় পত্র, অষ্টম অধ্যায়, আন্তর্জাতিক বাণিজ্য, এইচ এস সি, ৮ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। Economics Tutor BD.

অর্থনীতি ২য় পত্র, অষ্টম অধ্যায়, আন্তর্জাতিক বাণিজ্য, এইচ এস সি, ৮ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। 

অর্থনীতি ২য় পত্র, অষ্টম অধ্যায়, আন্তর্জাতিক বাণিজ্য, এইচ এস সি, ৮ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। Economics Tutor BD.

১. ঢাকা বোর্ড ২০২৫
দৃশ্যকল্প-১ : মি. 'M' গলদা চিংড়ি ইউরোপসহ পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানি করে। আবার, চীন থেকে লৌহজাত দ্রব্য আমদানি করে। ফলে বাংলাদেশসহ অন্যান্য দেশ উপকৃত হয়।
দৃশ্যকল্প-২ : মি. 'N' নওগাঁ হতে চট্টগ্রাম ও সিলেটে চাল বিক্রি করে। ফলে বাংলাদেশে চালের দাম প্রায় একই থাকে।

ক. FDI-এর পূর্ণরূপ লেখ। ১
খ. “একাধিক দ্রব্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি।”- ব্যাখ্যা কর। ২
গ. দৃশ্যকল্প দুটির বাণিজ্যের ধরন যুক্তি সহকারে উল্লেখ কর। ৩
ঘ. দৃশ্যকল্প-১ অনুযায়ী একটি দেশের সম্পদের যথাযথ ব্যবহার কীভাবে নিশ্চিত হয়? বিশ্লেষণ কর। 8


২. যশোর বোর্ড ২০২৫
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক বাণিজ্য উভয়ই অপরিহার্য। পর্যাপ্ত মূলধনের জোগান, বৃহৎ অবকাঠামো বিনির্মাণ, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের অভাব পূরণ ইত্যাদি ক্ষেত্রে বৈদেশিক সাহায্য প্রয়োজন। আবার অভ্যন্তরীণ সম্পদের কাম্য ব্যবহার, দেশের প্রয়োজনের প্রতি গুরুত্ব বৃদ্ধি, স্বাধীনভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসসহ বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বৈদেশিক সাহায্য গ্রহণে সতর্ক না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।

ক. অপ্রচলিত রপ্তানি পণ্য কী? ১
খ. বিশ্বায়নের ফলে দ্রব্যমূল্য হ্রাস পায়- ব্যাখ্যা কর। ২
গ. বৈদেশিক সাহায্য গ্রহণে কী কী বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা উচিত বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৩
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য না বাণিজ্য কোনটি অধিক গুরুত্বপূর্ণ? উদ্দীপকের আলোকে যুক্তিসহ ব্যাখ্যা কর। 8


৩. চট্টগ্রাম বোর্ড -২০২৫ 
শরীফ সাহেব দিনাজপুরের লিচু, চাঁপাইনবাবগঞ্জের আম ও বরিশালের আমড়া কুমিল্লার স্থানীয় বাজারে বিক্রি করেন। তার বন্ধু কমল সাহেব হিমায়িত চিংড়ি ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করেন। অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি, মুদ্রাব্যবস্থা ইত্যাদি কারণে দুইজনের বাণিজ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়।

ক. অপ্রচলিত রপ্তানি পণ্য কাকে বলে? ১ 
খ. শিক্ষা কীভাবে মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত করে? ২ 
গ. কমল সাহেব যে বাণিজ্যের সাথে জড়িত তার গুরুত্ব লেখ। ৩ 
ঘ. উদ্দীপকে উল্লিখিত উভয় বন্ধুর বাণিজ্যের পার্থক্য লেখ। ৪ 

৪. চট্টগ্রাম বোর্ড -২০২৫  
বাংলাদেশের মতো কৃষিনির্ভর ও জনবহুল দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে হলে বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের সাথে সাথে বিভিন্ন দেশ ও সংস্থার নিকট থেকে সাহায্য গ্রহণ করা প্রয়োজন। তবে বৈদেশিক সাহায্য অনেক সময় শর্তযুক্ত হয়ে থাকে এবং দেশকে পরনির্ভরশীল করে তোলে। তাছাড়া বাণিজ্যের ক্ষেত্রে উভয় দেশের স্বার্থ রক্ষিত হলেও বৈদেশিক সাহায্য গ্রহীতা দেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।


ক. ট্যাক্স হলিডে কী?  ১
খ. বিশ্বায়ন কীভাবে বাণিজ্য বৃদ্ধি করে? ২
গ. উদ্দীপকের আলোকে বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের মধ্যে তিনটি পার্থক্য লেখ। ৩
ঘ. বৈদেশিক সাহায্য প্রয়োজনীয় অথচ ক্ষতিকারক- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৪

৫. সিলেট বোর্ড-২০২৫ 
বাংলাদেশ ২০২০-২১ অর্থবছরের কয়েকটি পণ্যের রপ্তানি আয় নিন্মরুপ- 

ক্রমিক নং

পণ্যের নাম

পরিমাণ (মিলিয়ন ডলারে)

হিমায়িত খাদ্য

৪৭৭

কাঁচা পাট

১৩৮

চা

০৪

কৃষিজাত পণ্য

৫৩২

তৈরি পাশাক

১৪৪৯৭

চামড়া

১১৯


বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমাদের রপ্তানি বাণিজ্য আশানুরূপ নয়। 

ক. মূলধনী দ্রব্য কাকে বলে? ১
খ. বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও খাদ্যসামগ্রী আমদানি করতে হয় কেন? ২
গ. উদ্দীপক থেকে বাংলাদেশের প্রচলিত ও অপ্রচলিত পণ্যের রপ্তানি আয় পৃথকভাবে নিরূপণপূর্বক ব্যাখ্যা কর। ৩
ঘ. বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধিতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় বলে তুমি মনে কর? আলোচনা কর। 8

৬. দিনাজপুর বোর্ড - ২০২৫
বাংলাদেশ জনসংখ্যার ভারে আক্রান্ত প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি দেশ। প্রতিবছর ঘাটতি মেটানোর জন্য প্রচুর খাদ্য আমদানি করতে হয়। উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ নানা উৎস থেকে বৈদেশিক সাহায্য গ্রহণ করেছে। বৈদেশিক সাহায্য সাধারণত কঠিন শর্তযুক্ত, যা গ্রহীতা দেশকে পরনির্ভরশীল করে রাখে। অর্থনীতিবিদগণ মনে করেন, "আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য সাহায্য নয়, বাণিজ্যই একমাত্র লক্ষ্য হওয়া উচিত।”

ক. ওয়েজ আর্নার্স স্কিম কী? ১
খ. আন্তর্জাতিক বাণিজ্যের কারণে একচেটিয়া প্রভাব হ্রাস পায়- ব্যাখ্যা কর। ২
গ. উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বর্ণিত দেশটির বৈদেশিক সাহায্য গ্রহণের কারণসমূহ লেখ। ৩
ঘ. অর্থনীতিবিদগণের মতামতের যথার্থতা মূল্যায়ন কর।  ৪


৭. ময়মনসিংহ বোর্ড-২০২৫ 
বাংলাদেশ কাঁচাপাট, ফার্নেস অয়েল, হিমায়িত খাদ্য, জুতা, ন্যাপথা, টেরিটাওয়েল, তৈরি ও হোসিয়ারি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য (জুতা ব্যতীত) এবং হস্তশিল্পজাত পণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আহরণ করছে। রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার শুল্ক রেয়াত, আমদানি নীতি উদারীকরণ, ট্যাক্স হলিডে সুবিধা প্রদান, ক্রেডিট কার্ড প্রবর্তনসহ অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন।

ক. অভ্যন্তরীণ বাণিজ্য কী? ১
খ. বৈদেশিক বাণিজ্য কেন প্রয়োজন? বুঝিয়ে লেখ। ২ 
গ. উদ্দীপক হতে বাংলাদেশের প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের একটি তালিকা প্রস্তুত কর। ৩
ঘ. রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে উদ্দীপকে প্রদর্শিত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো কি পর্যাপ্ত? ব্যাখ্যা কর। 8

৮. রাজশাহী বোর্ড-  ২০২৩

বিশ্বায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যা অধিক জনগণের মধ্যে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়াকে বোঝায়। এর ফলে বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন খাতে ব্যবসায় সম্প্রসারণ ও বাজার গতিশীলতা বৃদ্ধি পায়। তবে এর প্রভাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ক. বৈদেশিক সাহায্য কী? ১
খ. আমদানি বৃদ্ধি কীভাবে বৈদেশিক মুদ্রার ঘাটতি সৃষ্টি করে? ২ 
গ. উদ্দীপকের আলোকে বিশ্বায়নের গুরুত্ব ব্যাখ্যা কর। ৩ 
ঘ. বিশ্বায়নের ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উৎপাদন খাত কীভাবে প্রভাবিত হচ্ছে? ব্যাখ্যা কর। ৪
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url