অর্থনীতি ২য় পত্র, নবম অধ্যায়, সরকারি অর্থব্যবস্থা, এইচ এস সি, ৮ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। Economics Tutor BD
অর্থনীতি ২য় পত্র, নবম অধ্যায়, সরকারি অর্থব্যবস্থা, এইচ এস সি, ৮ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন।
১. ঢাকা ও রাজশাহী বোর্ড ২০২৫
মি. 'X' একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। বেতন হিসেবে তিনি বার্ষিক ১৫ লক্ষ টাকা আয় করেন। এছাড়াও তিনি অন্যান্য কার্যক্রমের মাধ্যমে কিছু পরিমাণ অর্থ উপার্জন করেন। সরকার প্রতিবছর তার আয়ের ওপর ১৫% কর ধার্য করেন। এছাড়া তিনি যেসব দৈনন্দিন দ্রব্য ও সেবা ক্রয় করেন তার ওপরও কর প্রদান করেন।
ক. সরকারি অর্থব্যবস্থা কী? ১
খ. সরকারি ব্যয় ও সামাজিক নিরাপত্তা কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর। ২
গ. মি. 'X'-এর প্রদেয় কর কোন ধরনের? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের কর দুটির মধ্যে কোনটিকে তুমি উত্তম মনে কর? যুক্তি দাও। 8
২. ঢাকা বোর্ড ২০২৫
একটি দেশের সরকার ব্যয়ভার মেটানোর জন্য আয়কর, VAT, ভূমি! রাজস্ব, যানবাহন কর, আমদানি শুল্ক, আবগারি শুল্ক, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, রপ্তানি শুল্ক, প্রশাসনিক ফি, সম্পূরক শুল্ক ইত্যাদি থেকে আয় করে। এছাড়াও ব্যয় সংকুলান না হলে দেশটি সহজে এবং স্বল্পসময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। কোনো কোনো সময় দেশটি বিশ্বব্যাংক থেকে স্বল্পসুদে এবং দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করে।
ক. প্রত্যক্ষ কর কী? ৩
খ. কর এবং ফি কি একই ধারণা? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত করসমূহের একটি তালিকা তৈরি কর। ৩
ঘ. ঋণ গ্রহণের উৎস দুটির তুলনামুলক সুবিধা ও অসুবিধা উদ্দীপক অনুসারে বিশ্লেষণ কর। 8
৩. রাজশাহী বোর্ড ২০২৫
ক. আবগারি শুল্ক কী? ১
খ. সম্পূরক শুল্ক কী? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের খালি স্থানে প্রাসঙ্গিক বিষয়টি উল্লেখপূর্বক ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত উৎস দুটির মধ্যে তুলনামূলক সুবিধা বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর। 8
৪. যশোর বোর্ড ২০২৫
একটি দেশের সরকার নিজ দেশের জনগণ, ব্যাংক ব্যবস্থা, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে পারে। আবার বিদেশি ব্যক্তি, সরকার ও আর্থিক প্রতিষ্ঠান থেকেও ঋণ গ্রহণ করতে পারে। আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ, ঘাটতি বাজেটে অর্থায়ন, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি এবং সামাজিক কল্যাণ সর্বোচ্চকরণ ইত্যাদি লক্ষ্যে কোনো দেশ এ দুটি উৎস থেকে প্রায়ই ঋণ নিয়ে থাকে। তবে উভয় উৎস থেকে গৃহীত ঋণের সুবিধা যেমন রয়েছে, তেমন অসুবিধাও রয়েছে।
ক. আয়কর কী? ১
খ. সরকারি ঋণ কী ভারহীন? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ঋণ গ্রহণের কোন দুটি উৎসের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত ঋণের উৎস দুটির মধ্যে তুলনামূলক বিচারে কোনটি উত্তম? যুক্তিসহ
মন্তব্য কর। 8
৫. যশোর বোর্ড ২০২৫
সরকারি অর্থব্যবস্থায় দুই ধরনের ব্যয় লক্ষ করা যায়। কেন্দ্রীয় সরকার জাতীয় স্বার্থকে বিবেচনা করে বিভিন্ন খাতে অর্থ ব্যয় করে থাকে। অপরদিকে ইউনিয়ন পরিষদ, গ্রাম পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ প্রভৃতি স্বায়ত্তশাসিত সংস্থাসমূহ ১ স্থানীয় সমস্যাবলি সমাধানের লক্ষ্যে অর্থ ব্যয় করে থাকে। উভয় ব্যয়ের মধ্যে কিছু পার্থক্য থাকলেও উভয়ে একে অপরের পরিপূরক।
ক. NBR-এর পূর্ণরূপ লেখ। ১
খ. প্রত্যক্ষ কর অপ্রিয় কেন? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের কোন দুটি ব্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যয় দুটি দেশের অর্থনৈতিক উন্নয়নে পরস্পরের পরিপূরক- ব্যাখ্যা কর। 8
৬. সিলেট বোর্ড ২০২৫
সরকারের ব্যয়ের প্রধান খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- প্রতিরক্ষা, খাদ্য নিরাপত্তা এবং মানবসম্পদ উন্নয়ন। এসব ব্যয় নির্বাহের জন্য সরকার কর রাজস্ব ও অ-কর রাজস্ব গ্রহণ করে থাকে।এছাড়াও উন্নয়নশীল দেশের সরকার বিভিন্ন প্রয়োজনে দেশের জনগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক, বিদেশি সরকার, বিশ্বব্যাংক, IMF, ADB, IDA-এর মতো আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ গ্রহণ করে থাকে।
ক. পণ্য কর কী? ১
খ. সরকার প্রয়োজনীয় অর্থসংস্থানের জন্য প্রথমেই নতুন নোট ছাপাতে চায় না কেন? ২
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যয়ের খাতগুলোর উদ্দেশ্য বর্ণনা কর। ৩
ঘ. ঋণ গ্রহণের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত উৎসগুলোর মধ্যে কোনগুলো অধিক নিরাপদ? যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
৭. দিনাজপুর বোর্ড ২০২৫
বাংলাদেশ সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ ও দারিদ্র্য বিমোচনে বিপুল অর্থ ব্যয় করে থাকে। প্রতিবছর বিশাল সরকারি ব্যয়ের অর্থসংস্থানের জন্য সরকার NBR নিয়ন্ত্রিত এবং NBR বহির্ভূত বিভিন্ন খাত থেকে অর্থ সংগ্রহ করে।
ক. আবগারি শুল্ক কী? ১
খ. “পরোক্ষ কর ফাঁকি দেওয়া যায় না।”- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে বর্ণিত ক্ষেত্রসমূহে সরকারি ব্যয়ের উদ্দেশ্য লেখ। ৩
ঘ. সরকারি ব্যয়ের অর্থসংস্থানের উৎস হিসেবে উদ্দীপকে উল্লিখিত খাতগুলোর বিস্তারিত বর্ণনা দাও। 8
৮. ময়মনসিংহ বোর্ড ২০২৫
বাংলাদেশ সরকার সাধারণত শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, আইন ও বিচার বিভাগ, দুর্যোগ মোকাবিলা ইত্যাদি খাতে প্রচুর অর্থ ব্যয় করেন। উক্ত ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন ধরনের ফি, জরিমানা আদায়, জামানত বাজেয়াপ্ত, রেলওয়ে ও বিমান থেকে ভাড়া, ডাক ও তার বিভাগ হতে মাশুল, প্রাকৃতিক ও খনিজ পদার্থ বিক্রি করে আয় করে। এছাড়া আয়কর, সম্পদ কর, মুনাফা কর, বিক্রয় কর, প্রমোদ কর, মূল্য সংযোজন কর ইত্যাদি খাত হতে প্রচুর অর্থ রাজস্ব হিসেবে আহরণ করে থাকে।
ক. সরকারি ঋণ কী? ১
খ. সরকারি অর্থব্যবস্থা ও ব্যক্তিগত অর্থব্যবস্থার পার্থক্য লেখ। ২
গ. উদ্দীপক হতে কর রাজস্ব ও করবহির্ভূত রাজস্বের একটি তালিকা তৈরি কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত খাতসমূহ ছাড়াও সরকার আর কোন কোন খাতে ব্যয় করে থাকে বলে তুমি মনে কর? মতামত দাও। 8

